ক্রিকেটের একটি খুবই সামান্য ব্যাপার হল বোলার যখন বল করতে যান তখন বোলারের টুপি, সোয়েটার, সানগ্লাস যাবতীয় এই সমস্ত জিনিস তারা আম্পায়ারের কাছে জমা রেখে বোলিং করতে যান। বোলার যখন বোলিং করেন তখন এই সমস্ত জিনিস গুলি নিজের কাছে যত্ন করে রেখে দেন আম্পায়ার। বোলিং শেষ হওয়ার পর নিজের সামগ্রী ফেরত নিয়ে ফিল্ডিং করতে চলে যান বোলার। ক্রিকেটে এটি খুবই একটি সাধারণ ঘটনা। তবে করোনা পরবর্তী সময়ে এই ছোট্ট ব্যাপারটিতে নিষেধাজ্ঞা আসতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন নিয়মে পরিবর্তন আসতে চলেছে, তার মধ্যে অন্যতম হল ক্রিড়া ক্ষেত্রে বিভিন্ন নিয়মে পরিবর্তন।
এবার তেমনই ক্রিকেটের বেশকিছু নিয়মে পরিবর্তন আনতে চলেছে আইসিসি। ক্রিকেটার এবং আম্পায়ারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ক্রিকেটের বেশ কিছু পুরোনো নিয়মে পরিবর্তন আনতে চলেছে আইসিসি। ভবিষ্যতে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক ছন্দে ফিরবে বিভিন্ন খেলাধুলা। গ্যালারি পর্যন্ত খুলে যাবে দর্শকদের জন্য। কিন্তু ক্রিকেটের নতুন বেশ কয়েকটি নিয়ম তৈরি হয়েছে যেগুলি থেকে যাবে দীর্ঘদিন।
এবার থেকে বোলাররা বলের পালিশ চকচকে রাখার জন্য বলে থুতু কিংবা লালার ব্যবহার করতে পারবেন না। কারণ থুতু কিংবা লালার মধ্যে দিয়েই একজনের শরীর থেকে অন্য জনের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়াও কোন একজন ক্রিকেটারের তোয়ালে অন্যজন ব্যবহার করতে পারবেন না। প্রত্যেক ওভারের শেষে স্যানিটাইজার দিয়ে ক্রিকেটারদের হাত জীবাণুমুক্ত করা হবে। এছাড়াও ক্রিকেটাররা নিজেদের রুম শেয়ার করতে পারবেন না। আম্পায়াররা এবার থেকে হাতে গ্লাভস পড়ে আম্পায়ারিং করবে।