টেস্ট কেরিয়ারে সবচেয়ে বেশি সময় ক্রিজে কাটিয়েছেন এই ৪ ব‍্যাটার! তালিকায় ২ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টেস্ট ফরম্যাটকে আজও পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের ক্রিকেট ফরম্যাট হিসেবে গণ্য করা হয়। একজন ক্রিকেটার তার কেরিয়ারে কতটা সফল সেটা অনেক ক্ষেত্রেই তার টেস্ট কেরিয়ার দেখে বিবেচনা করা হয়। একজন ব্যাটারের ক্ষেত্রে টেস্ট ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিজে সময় কাটানো। আর এই কাজটা যিনি যত দক্ষভাবে করে দেখাতে পারেন তিনি ততই সফল টেস্ট ব্যাটার হিসেবে গণ্য হন। আজকে আমাদের প্রতিবেদনে সেই চার ক্রিকেটারকে তুলে ধরা হলো যারা টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সময় ক্রিজে কাটিয়েছেন।

শিবনারায়ণ চন্দ্রপল: ক্যারিবিয়ান ক্রিকেট জগতের কিংবদন্তিদের একজন। ১৬৪ টেস্ট ম্যাচ খেলে ১১,৮৬৭ রান করা এই ওয়েস্ট ইন্ডিজ তারকাকে সর্বকালের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন হিসেবে মান্য করা হয়। নিজের টেস্ট কেরিয়ারে ৬২৯ ঘন্টা তিনি ব্যাটিং করেছেন।

জ্যাক ক্যালিস: দক্ষিণ আফ্রিকা তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। তার বোলিং রেকর্ড বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ফাস্ট বোলারদের লজ্জা দেবে। সেই সঙ্গে তার ব্যাটিং রেকর্ড বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের সঙ্গে তুলনীয়। ১৬৬ টেস্ট ম্যাচ খেলে ১৩,২৮৯ রান করা তারকা নিজের টেস্ট কেরিয়ারে মোট ৬৪০ ঘন্টা ব্যাটিং করেছেন।

সচিন টেন্ডুলকার: ক্রিকেট বিশ্বে একমাত্র এমন ক্রিকেট এর যিনি ২০০ টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছেন। তার নামের পাশে রয়েছে ১৫,৯২১ টেস্ট রান। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার নিজের গোটা টেস্ট কেরিয়ারে ৬৮৮ ঘন্টা ব্যাটিং করেছেন।

রাহুল দ্রাবিড়: কোনওরকম সন্দেহ ছাড়াই বলা যায় যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই হলেন সর্বকালের সেরা ব্যাটার। ক্রিকেটে সফল হওয়ার জন্য যে যে কোন গুলো প্রয়োজন তার সমস্ত কিছুই মজুদ ছিল তার অস্ত্র ভান্ডারে। খুব কম বোলারই তাকে নিজেদের সুইং, স্পিন বা গতির ব্যবহার করে ধারাবাহিকভাবে অস্বস্তিতে ফেলতে পেরেছেন। ১৬৪ টেস্ট ম্যাচ খেলে ১৩,২৮৮ রান করা দ্রাবিড় এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন এবং তিনি মোট ৭৩৬ ঘন্টা এই ফরম্যাটে ব্যাটিং করেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর