মানা হয়নি দাবি, ICC-র কড়া সিদ্ধান্তের পর বড় চাল পাকিস্তানের! ভারতে নাও আসতে পারেন বাবররা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেট বিশ্বকাপের (ODI World Cup 2023) সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। ১২ বছর ফের একবার ওডিআই বিশ্বকাপ আয়োজন করবে ভারত। বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে সেই সূচি প্রকাশ করে দিয়েছে আইসিসি (ICC)। সেই গোটা ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য। কিন্তু সূচি প্রকাশিত হয়ে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে যেন পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।

যেদিন থেকে বিসিসিআই স্পষ্ট করেছে যে ভারতীয় দল কোনভাবেই এশিয়া কাপের ম্যাচ খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখবে না, সেদিন থেকে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের জেদ প্রকাশ করার চেষ্টা করে চলেছে পাকিস্তান। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারা ফাঁকা আওয়াজ করেই শান্ত থেকে। শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে নিজেদের নাম তুলে নেওয়ার হুমকি দিয়েও এবং এশিয়া কাপের বেশিরভাগ অংশই পাকিস্তান থেকে সরে গেলেও তারা ব্যাপারটা মেনে নিতে বাধ্য হয়েছে।

কিন্তু ভারতের বিশ্বকাপ আয়োজন নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট নয় এবং আইএসএস এর কাছে একাধিক অনুরোধ করে তারা বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ম্যাচটি ওডিআই বিশ্বকাপে আয়োজিত হবে সেটি আহমেদাবাদের আয়োজিত হবে এই তথ্য আগে থেকেই জানা গিয়েছিল। কিন্তু পাকিস্তান সুরক্ষা জনিত কারণের দোহাই দিয়ে সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ খেলতে চাইনি।

এরপর তারা চেয়েছিল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে তারা ম্যাচগুলি যে ভেন‍্যুতে খেলবে সেই ভেন‍্যুগুলি অদলবদল হোক। আফগানিস্তানের বদলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিন বান্ধব চেন্নাইয়ের পিচে ম্যাচ খেলতে চেয়েছিল তারা। কিন্তু তাদের সেই অনুরোধের কোনওটিই মানা হয়নি। ফলে পিসিবির তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রাখবে না।

শেষ পর্যন্ত অনেক অনুরোধের পরে তাদের একটি মাত্র অনুরোধ স্বীকার করেছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফলে মুম্বাইয়ের মাটিতে কোনও ম্যাচ খেলতে হচ্ছে না তাদের। তার বদলে দুটি ম্যাচ কলকাতার মাটিতে খেলবে তারা। সঙ্গে যদি তারা সেমিফাইনালে পৌঁছয় তাহলেও তাদের ম্যাচে আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে। যদিও বিশ্বকাপ বয়কট নিয়ে আর নতুন করে কোন বক্তব্য সম্প্রতি শোনা যায়নি পৃথিবীর তরফ থেকে। ক্রিকেট অনুরাগীদের কেউই মনে করেন যে শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ বয়কট করার সাহস দেখাবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর