সুনীলও বাঁচাতে পারলেন না ভারতকে! আত্মঘাতী গোলের কারণে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রথমবারের জন্য জয় হাতছাড়া হলো ভারতীয় দলের। সুনীল ছেত্রীর (Sunil Chhetri) গোলে এগিয়ে গিয়েও ম্যাচের একদম শেষ মুহূর্তে আনোয়ার আলীর (Anwar Ali) আত্মঘাতী গোলে কুয়েতের বিরুদ্ধে জয় হাতছাড়া করে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। ফলে পাকিস্তান এবং নেপালকে বড় ব্যবধানে হারিয়েও নিজেদের গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করতে হলেও ভারতকে।

আজ প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছিল ভারত। কুয়েত এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। যদিও ফিফা ক্রমতালিকায় তারা ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। তারা যে নেপাল এবং পাকিস্তানের চেয়ে অনেক ভালো প্রতিপক্ষ তা আজকের ম্যাচ যারা দেখেছেন তারা সহজেই বুঝতে পারবেন।

কিন্তু মধ্যেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সুনীল ছেত্রী দুর্দান্ত সাইড ভলিতে লিড নিয়েছিল ভারত। সাপ কাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করলেন তিনি। এতে ছিল জাতীয় দলের জার্সিতে তার ৯২ তম গোল। বিশ্বের চতুর্থ ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ১০০ গোল করার রেকর্ডের আরও কাছে এগিয়ে যাচ্ছেন তিনি প্রতিনিয়ত।

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখে নেপালের বিরুদ্ধে ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি ভারতীয় দলের কোচ ঈগর স্টিম্যাক। কিন্তু সেই ভুল থেকে তিনি কোন শিক্ষা নেননি। আজ মেসির দ্বিতীয়ার্ধে ফের একবার ম্যাচ অফিসারদের সঙ্গে ঝামেলা জড়ানোর কারণে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে তাকে ভারতীয় দলের ডাগআউট থাকতে দেখা যাবে না।

ভারতীয় দল এগিয়ে যাওয়ার পর কুয়েত মারাত্মক প্রেসিং ফুটবল শুরু করে। কিন্তু তা সত্ত্বেও ভারত জয় প্রায় নিশ্চিত করেই ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে বল ক্লিয়ার করতে গিয়ে মারাত্মক ভুল করে নিজের জালেই বল জড়িয়ে বসেন আনোয়ার। আজ ম্যাচে প্রচুর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার জন্য বারবার অফিসিয়ালদের খেলা থামাতে হয়েছিল। দ্বিতীয় অধ্যায়ের শেষে অতিরিক্ত হিসেবে ৮ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু সেই সময় আত্মঘাতী গোলটির পর কোনও দলই আর গোল পার্থক্য বাড়িয়ে জয় নিশ্চিত করতে পারেনি। ফলে গোলপার্থক্য সমান থাকায় গ্রুপ পর্বে ভারতের চেয়ে ১ গোল বেশি করার কারণে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে কুয়েত।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর