‘পুলিসকে আমি ভয় পাই না”, CID-র জিজ্ঞাসাবাদের পর হুঙ্কার নওশাদের

বাংলা হান্ট ডেস্ক : চরম বিপাকে নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)। প্রায় ঘণ্টাখানেক সিআইডি (Crime Investion Department) জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন আইএসএফ (Indian Secular Front) বিধায়ক। পঞ্চায়েত ভোটের সময় কাশীপুরে রাজু নস্কর খুনের ঘটনায় (Raju Naskar Murder Case) তথ্যের খোঁজে আইএসএফ বিধায়ককে তলব করা হয়। সোমবার রাজ্য বিধানসভা থেকে বেরিয়ে সোজা ভবানীভবনে রাজ্য গোয়েন্দা দফতরে যান তিনি।

পুলিসের সদিচ্ছার অভাব রয়েছে : রাজ্যের গোয়েন্দা দফতরের জিজ্ঞাসাবাদের ঘণ্টাখানেক পর ভবানীভবন থেকে বেরিয়ে তিনি জানান, ‘পঞ্চায়েত ভোটের সময় একাধিক হিংসার ঘটনায় আমরা মামলা দায়ের করেছিলাম। সেগুলির ক্ষেত্রে পুলিসের সদিচ্ছা দেখতে পাচ্ছি না। অথচ মিথ্যে মামলায় হয়রানি করার চেষ্টা চলছে। তবে এসবে আমি ভয় পাই না।’

nawsad siddiquii

ভবানীভবনে নওশাদ : এদিন এক ঘণ্টার জিজ্ঞাসাবাদপর্ব চলে। দুপুর ২টো ১০ নাগাদ ভবানী ভবনে ঢোকেন নওশাদ সিদ্দিকী। এরপর রিসেপশনে বসে ছিলেন। ২টো ৪০ নাগাদ শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিকেল ৩টে ৪৩ নাগাদ বেরিয়ে আসেন ভবানী ভবনের বাইরে। সূত্রের খবর, আবারও ৩১ অগস্ট নওশাদকে তলব করা হতে পারে।

নওশাদের ভূমিকা কী ছিল? কাশীপুর থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, সেখানে নওশাদের নামে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা নওশাদের কাছে মূলত জানতে চান, পঞ্চায়েত ভোটে ভাঙড়ে নওশাদের ভূমিকা কী ছিল, তাঁর দলের ভূমিকাই বা কী ছিল। আইএসএফের একাধিক কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। অনেকে গ্রেফতারও হয়েছেন। তাঁদের সঙ্গে নওশাদের যোগাযোগ কেমন সমস্ত উত্তরই জানার চেষ্টা করবে সিআইডি, দাবি সূত্রের।

আরও পড়ুন : ‘পুলিস তো ঘুমাচ্ছে!’, দত্তপুকুরের ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দায় এড়ালেন মমতা

রাজু নস্কর হত্যা মামলায় অভিযোগ দায়ের হয় নওশাদের বিরুদ্ধে : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। কাশীপুর থানার হাটগাছার পানাপুকুরে অশান্তি চরমে পৌঁছয়। দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় রাজু নস্কর নামে জনৈক এক ব্যক্তির। এই ঘটনায় কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়। নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। ওই ঘটনার তদন্তে নওশাদকে জিজ্ঞাসাবাদ সিআইডি’র।

Sudipto

সম্পর্কিত খবর