বাংলা হান্ট ডেস্ক : শ্রদ্ধা ওয়ালকর (Delhi Murder Case) হত্যাকাণ্ডের নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা দেশ। নিজের প্রেমিকা শ্রদ্ধাকে হত্যা করে ৩৫ টুকরো করে প্রেমিক আফতাব। দেহে খণ্ড ফ্রিজে মজুত রেখে সময় সুযোগ বুঝে এক এক টুকরো করে বাইরে ফেলে আসত হত্যাকারী। এই পুরো ঘটনার নাট্য রূপান্তর করল একটি বিখ্যাত শো। কিন্তু সেই শো-এ এমন কিছু পরিবর্তন করা হল যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
টিভি চ্যানেল সোনির একটি বেশ জনপ্রিয় শো হলো ক্রাইম পেট্রোল। এই অনুষ্ঠানে বিভিন্ন অপরাধের নাট্য রূপান্তর দেখানো হয়। এই টিভি শোতেই দেখানো হয় শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের নাট্য রূপান্তর। ‘আহমেদাবাদ পুনে মার্ডার’ নামে সম্প্রচার করে সোনি। অভিযোগ উঠছে চরিত্রদের নাম পরিবর্তন করতে গিয়ে ধর্মই পরিবর্তন করে দিয়েছে সোনি। এই অনুষ্ঠানের একটি ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ক্লিপ দেখেই ক্ষেপে যায় নেট নাগরিক মহল। স্লোগান ওঠে ‘বয়কট সোনি’।
জানা যাচ্ছে, ‘আহমেদাবাদ পুনে মার্ডার’-এ হত্যাকারী আফতাব পুনাওয়ালার নাম পরিবর্তন করে হয়ে যায় মিহির। অর্থাৎ হিন্দু থেকে মুসলিম। আফতাবের মা হয়ে যান ধর্মপ্রাণ হিন্দু নারী। যিনি আবার প্রত্যেক দিন মন্দিরে যান। এখানেই শেষ নয়। শ্রদ্ধা ওয়ালকরের নাম পরিবর্তন করে রাখা হয় এনা ফার্নান্ডেজ। অর্থাৎ হিন্দু যুবতির নাম পরিবর্তন করে রাখা হল খ্রিস্টান। এনা এবং মিহিরের বিয়ে হয় একটি মন্দিরে। তারপর তারা পুনায় চলে আসে। এটা দেখার পরই ক্ষোভের বিস্ফোরণ ঘটে সোশ্যাল মিডিয়ায়।
এই এপিসোডে দেখানো হয় বিয়ের পর শ্রদ্ধাকে মারধর করে মিহির। তখন মিহিরের মা মন্দির থেকে আমা একটি তাগা এনার হাতে দিয়ে বলে মিহিরকে পরিয়ে দিতে। এনাকে হত্যার পর তার দেহ শৌচাগারে নিয়ে গিয়ে টুকরো করে মিহির। তারপর একটি প্লাস্টিকে বেঁধে ফ্রিজে ঢুকিয়ে দেয় সে। সেই ফ্রিজ থেকেই আবার জল বের করে খায় হত্যাকারী। অভিযোগ এই শোতে হিন্দু ধর্মকে নিশানা করা হয়েছে। উড়িয়ে দেওয়া হয়েছে লাভ জিহাদের সম্ভাবনাও। আর তারপরই স্লোগান ওঠে ‘বয়কট সোনি’।