বৃদ্ধার পা ধরে টানতে টানতে…! ভাইরাল আয়ার অত্যাচারের হাড়হিম করা ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েছেন মা। অসুস্থ মাকে বাড়িতে রেখে কাজে গিয়েও শান্তি নেই। কিন্তু কাজ না করলেই বা  সংসার চলবে কি করে? তাই বাধ্য হয়ে বাড়িতে অসুস্থ মাকে দেখাশোনা করার জন্য আয়া রেখেছিলেন এক যুবক। সাথে নজরদারি রাখার জন্য সিসিটিভি ক্যামেরা। কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাতেই  যে এমন ভয়ংকর দৃশ্য (Crime) দেখতে হবে তা বোধ হয় দুঃস্বপ্নেও কল্পনা করেননি ছেলে।

ভাইরাল বৃদ্ধার ওপর অমানুষিক অত্যাচারের (Crime) ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যা দেখার পর সবাই বলছেন আর কখনও আয়া রাখবেন না। ভিডিও দেখে মনে হবে ঠিক যেন কোনো সিনেমার ক্রাইম (Crime) সিন। তাই এই ভিডিও ফুটেজ দেখলে বাড়িতে আয়া রাখার চিন্তা আপনিও ঝেড়ে ফেলবেন মাথা থেকে।

কি রয়েছে ভিডিওতে?

ভিডিওতে দেখা যাচ্ছে ৭২ বছরের এক অসুস্থ বৃদ্ধাকে তাঁর  নিজের বাড়িতেই দেখাশুনার দায়িত্বে থাকা এক আয়া পা ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাথরুমে। এই ভয়ঙ্কর (Crime) ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের অবস্থায় শোচনীয়। তাহলে ভাবুন তো নিজের মায়ের এমন করুণ পরিণতি দেখে  ছেলের কি অবস্থাটাই না  হতে পারে।

প্রথমবার বাড়ির সিসিটিভি ক্যামেরায় ওই ভিডিও দেখে শিউরে উঠেছিলেন ছেলে।  তাই ভিডিও দেখা মাত্রই  সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ করেন যুবক।  যদিও এই ভিডিওটির  সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

আরও পড়ুন : উপনির্বাচনের আগে শাহের বিরুদ্ধে বড় অভিযোগ আনল তৃণমূল! চিন্তায় বঙ্গ বিজেপি?

তবে এই ঘটনাটি কোথায় ঘটেছে জানেন? জানলে অবাক হবেন  দেশের অন্য কোনো প্রান্তে নয় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এই বাংলাতেই। কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত নদীয়ার কৃষ্ণনগর শহরের রায় পাড়ায়। ভিডিওতে যে বৃদ্ধাকে দেখা গিয়েছে তার নাম করুণারাণী মন্ডল। পারিবারিক অশান্তি এড়াতেই ছেলে দেবরাজ মন্ডল থাকেন শ্বশুর বাড়িতে।

Crime

তিনি কম্পিউটারের দোকানে কাজ করেন।  কিন্তু মায়ের দেখাশোনার জন্য বাড়িতে আয়া রেখেছিলেন দেবরাজ। তিনি জানিয়েছেন দিন কয়েক আগেই ওই আয়া কাজ ছেড়ে দেন। সেই সময় ৭২ বছরের ওই  বৃদ্ধা আরও অসুস্থ হয়ে পড়েন। তখনই সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে  ওঠেন দেবরাজ।  ইতিমধ্যেই ওই অভিযুক্ত আয়ার  বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন যুবক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর