বোল্টের জন্মদিনের পার্টিতে গেলেও করোনা ফলাফল নেগেটিভ ক্রিস গেইলের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহের মধ্যেই জন্মদিনে রাতভর পার্টি করার ফলে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব জামাইকার স্প্রিন্টার উসেইন বোল্ট (Usain Bolt)। এই বোল্টের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। আর তারপর থেকেই ক্রিস গেইলের করোনা সংক্রমণ নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল।

তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটালেন গেইল নিজেই। গেইল তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি করোনা আক্রান্ত হন নি, তিনি পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন। এর ফলে গেইলের আইপিএল খেলা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল সেই ধোঁয়াশা নিজেই দূর করলেন গেইল। আইপিএলে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়ে খেলবেন।

2192197484255a8e10d9165c3e843aff0131c7640d3d0b778e19f609181f952e4049359a2

এই ক্যারিবিয়ান তারকা নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন দিন কয়েক আগেই আমি করোনা পরীক্ষা করেছিলাম তখনও আমার ফলাফল নেগেটিভ এসেছিল, ফের করোনা পরীক্ষা করলাম এবং এবারও ফলাফল নেগেটিভ এসেছে। এর ফলে আমি যে করোনা আক্রান্ত নয় সেই ব্যাপারে নিশ্চিত ভাবে জানা গিয়েছে। এখন আমি ঘরেই রয়েছি, কয়েকদিন পরেই আইপিএল খেলার জন্য দুবাই উড়ে যাবো।


Udayan Biswas

সম্পর্কিত খবর