যুদ্ধ বিধ্বস্তদের উদ্দেশ্যে প্যালেসতাইনে ১১০০ কোটি টাকা দান করলেন রোনাল্ডো 

 

বাংলা হান্ট ডেস্ক :-

ক্রমাগত ঝামেলার জেড়ে বিমর্ষ প্যালেস্তাইনবাসীরা।রোজা পর্যন্ত তারা শান্তিতে উদযাপন করতে পারেনি। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার পাশে দাঁড়ালেন তাঁদের, রোজার মাসে ইফতার করার জন্য তাদের ১১০০ কোটি টাকা আর্থিক সাহায্য করলেন এই তারকা ফুটবলার।

 

অবশ্য এরম সংবাদ প্রথম এই প্রকাশিত হল তা কিন্ত নয়, এর আগেও বিভিন্ন ঘটনায় রোনাল্ডো পাশে থেকেছেন দূর্গতদের। ২০১২ সালে অর্জিত সোনার বুট নিলামে তুলে সেই অর্থ দিয়ে তিনি সাহায্য করেছেন বহু দূর্গতদের।

e61bd cristiano ronaldo juventus 2018

স্পেনের একটি বড় দুঃস্থ সংস্থা ও চলে তাঁরই অর্থে, সুতরাং এবার করা তাঁর এই উদ্যোগ কে গোটা বিশ্ব পুনরায় ইতিবাচক দিকে হিসেবে গ্রহণ করল।

সম্পর্কিত খবর