বাংলো হান্ট নিউজ ডেস্কঃ এই বয়সেও আগের মতোই গোলের জন্য ক্ষুধার্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর চার মাস পরেই তিনি ৩৯ বছর বয়সে পড়বেন। কিন্তু তার সাম্প্রতিক পরিসংখ্যান তেমনটা যেন ইঙ্গিত দিচ্ছে না। দেশ ও ক্লাবের জার্সিতে ঠিক আগের মতোই গোলের সামনে ভয়ংকর সিআরসেভেন। গতকাল রাতে তার নেতৃত্বাধীন পর্তুগাল (Portugal) খেলতে নেমেছিল বসনিয়া-হার্জগভেনিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে আরও একবার গোলের সামনে দেখা গেল তার ক্ষিপ্রতা।
দুই দিন আগেই রোনাল্ডোর জোড়া গোলে ভর করে স্লোভাকিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় তুলে নিয়ে জার্মানিতে আয়োজিত হতে চলা আগামী বছরের ইউরোপিয়ান কাপের (2024 Euro Cup) যোগ্যতাঅর্জন করে ফেলেছিল পর্তুগাল। যোগ্যতাঅর্জন পর্বের শেষ তিন ম্যাচ তাদের কাছে শুধুমাত্র নিয়ম রক্ষার। তার মধ্যেই এডিন জেকো, মিরালাম পিয়ানিকদের মতো ফুটবলার সমৃদ্ধ বসনিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ঝড় তুলেছিল রোনাল্ডোর পর্তুগাল।
ম্যাচের ৫ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। গোলকিপারকে বোকা বানিয়ে ঠান্ডা মাথায় গোল করে যান সেই রোনাল্ডো। ২০ মিনিটের মাথায় ফেলিক্সের পাস ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে দৃষ্টিনন্দন চিপে গোলরক্ষককে ফের পরাস্ত করেন সিআরসেভেন। এরপর সুযোগ পেয়েও নিজের হ্যাটট্রিকটি সম্পূর্ণ করতে পারেননি এবং দ্বিতীয়ার্ধে তাকে বিশ্রাম দেওয়ার জন্য দ্রুতই তাকে তুলে নেন কোচ রবার্তো মার্টিনেজ। রোনাল্ডো ছাড়াও ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যান্সেলো ও জোয়াও ফেলিক্সের গোলে ভর করে ৫-০ ফলে বড় জয় পায় পর্তুগাল।
এই ক্যালেন্ডার বর্ষে ৪০ গোল করা হয়ে গেল রোনাল্ডোর। ৩৮ বছর বয়স এই রোনাল্ডো প্রথম ফুটবলের চলতি বছরে ৪০ গোলের গণ্ডি ছুঁয়েছেন। নিজের কেরিয়ারে ১২টি ক্যালেন্ডার বর্ষে এই ৪০ গোলের মাইলফলক টপকে যেতে পেরেছেন তিনি। ছাড়া চলতি মরশুমে ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে ১৮ ম্যাচ খেলে ২১ গোল করা হয়ে গেল তার।
আরও পড়ুন: কলকাতায় এসেই মমতা ব্যানার্জির বাড়িতে উপস্থিত হলেন রোনাল্ডিনহো! পেলেন বিশেষ উপহার
কিন্তু যেদিন ইউরোর যোগ্যতাঅর্জন পর্বে একটি মর্মান্তিক ঘটনাও ঘটেছে। বেলজিয়ামের মাটিতে যোগ্যতাঅর্জন পর্বে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ফুটবল দল ও তাদের প্রতিপক্ষ সুইডেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্তাদ রই বেদুইন স্টেডিয়ামের কাছাকাছি দুই সুইডেন ভক্তকে গুলি করে খুন করে এক আততায়ী। এই ঘটনার কারণে মাঠে আতঙ্ক ছড়ায় এবং দ্বিতীয়ার্ধে আর ফুটবলাররা মাঠে নামতে না যাওয়ায় ম্যাচটিকে বাতিল ঘোষণা করা হয়। আততায়ীর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর জানা যায় যে ইসলামিক রাষ্ট্র গঠনের দাবীতে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।