সর্বনাশ! নিরাপত্তাহীনতায় ভুগছেন রোনাল্ডো, ক্রমশ পাচ্ছেন হুমকি, বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন CR7

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ফুটবলের দুনিয়ায় তিনি যোগ দিয়েছেন কিংবদন্তিদের তালিকায়। সমগ্র বিশ্বজুড়েই তাঁর কোটি কোটি অনুরাগী রয়েছেন। কিন্তু সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই (Cristiano Ronaldo) এবার ভুগছেন নিরাপত্তাহীনতায়। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত হুমকির শিকার হচ্ছেন রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

ক্রমাগত হুমকি পাচ্ছেন রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং তাঁর পরিবার:

ঠিক এই আবহেই এবার বড় পদক্ষেপ গ্রহণ করলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সৌদি আরবে নিরাপত্তাহীনতার মধ্যে থাকা রোনাল্ডো নতুন দেহরক্ষী নিয়োগ করেছেন। শুধু তাই নয়, তাঁর নিরাপত্তার দায়িত্বে এতদিন যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেককেই তিনি সরিয়ে দিয়েছেন বলেও জানা গিয়েছে।

Cristiano Ronaldo is constantly receiving threats.

কাকে দিলেন এই গুরুদায়িত্ব: জানা গিয়েছে রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর এবং পরিবারের নিরাপত্তার দায়িত্বে প্রধান হিসেবে নিযুক্ত করেছেন স্বদেশীয় বিশেষজ্ঞ ক্লদিয়ো মিগুয়েল ভাজকে। এখন থেকে ভাজ রোনাল্ডোর ব্যক্তিগত দেহরক্ষী হিসাবেও কাজ করবেন। ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া রিপোর্টে এই প্রসঙ্গে তথ্য উপস্থাপিত করা হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর নাতনীকে দিনে-দুপুরে গুলি করে হত্যা! তুঙ্গে শোরগোল

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে রোনাল্ডো (Cristiano Ronaldo) খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। এমতাবস্থায়, রিয়াধে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং পাঁচ সন্তানকে নিয়ে থাকেন রোনাল্ডো। এদিকে, বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো এবং তাঁর পরিবারের সদস্যেরা একের পর এক হুমকি পাচ্ছেন। ইতিমধ্যেই এই বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশকেও জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও রাশ টেনেছেন জর্জিনা। বেশ কয়েকদিন ধরে তিনি সন্তানদের ছবি বা ভিডিও আগের মতো পোস্ট করছেন না। সন্তানদের নিয়ে রাস্তায় হাঁটাচলাও কমিয়ে দিয়েছেন রোনাল্ডো। এই আবহেই নিজের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেন এই তারকা ফুটবলার।

আরও পড়ুন: জমে গেল খেলা! আমেরিকা এবং চিনের মধ্যে শুরু “লড়াই”, কীভাবে লাভবান হচ্ছে ভারত?

এদিকে, রোনাল্ডোর পরিবারের নিরাপত্তার প্রধান হিসেবে নিযুক্ত হওয়া ভাজকে ঘিরে সমস্যাও তৈরি হয়েছে। আসলে, তিনি পূর্বের নিরাপত্তা কর্মীদের তুলনায় অনেক বেশি আগ্রাসী মানসিকতার। যেই কারণে সাংবাদিকদেরও রোনাল্ডো বা জর্জিনার থেকে দূরে রাখা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে সমালোচনা। জানিয়ে রাখি যে, পর্তুগালে বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ভাজ। তাঁর আধাসামরিক প্রশিক্ষণ থাকার পাশাপাশি উপদ্রুত এলাকায় কাজের দক্ষতাও রয়েছে। ইতিমধ্যেই পর্তুগালের একাধিক খ্যাতনামীর নিরাপত্তার দায়িত্ব তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং সফলভাবে সামলেছেন। জানা গিয়েছে যে, রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর জাতীয় দলের সতীর্থ রাফায়েল লিয়াওয়ের পরামর্শে ভাজকে বেছে নিয়েছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X