বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবার একটি দুর্ধর্ষ নজির তৈরি করেছেন। যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সোশ্যাল মিডিয়ায় এক বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ফলোয়ারের নজির গড়েছেন রোনাল্ডো। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে রোনাল্ডো এই বিরাট কৃতিত্ব অর্জন করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আল নাসর ক্লাবের স্ট্রাইকার রোনাল্ডো (Cristiano Ronaldo) সম্প্রতি তাঁর কেরিয়ারের ৯০০ তম গোল করেছেন। ঠিক তারপরেই ফলোয়ারের সংখ্যার দিক থেকে রেকর্ড গড়েছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক এবং ইউটিউব সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে রোনাল্ডোর সম্মিলিতভাবে মোট ১ বিলিয়ন ফলোয়ার রয়েছে। আর এই সংখ্যাই সমগ্র বিশ্বজুড়ে তাঁর তুমুল জনপ্রিয়তার বিষয়টি আরও একবার স্পষ্ট করে দিয়েছে।
We’ve made history — 1 BILLION followers! This is more than just a number – it’s a testament to our shared passion, drive, and love for the game and beyond.
From the streets of Madeira to the biggest stages in the world, I’ve always played for my family and for you, and now 1… pic.twitter.com/kZKo803rJo
— Cristiano Ronaldo (@Cristiano) September 12, 2024
ভক্তদের জানিয়েছেন ধন্যবাদ: রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ তাঁর ভক্তদের সাথে ১ বিলিয়ন ফলোয়ারের তথ্যটি শেয়ার করেছেন। যেখানে CR7 লিখেছেন, “আমরা ইতিহাস সৃষ্টি করেছি। ১ বিলিয়ন ফলোয়ার! এটি কেবল একটি সংখ্যা নয় – এটি খেলা এবং এর বাইরেও ভাগ করা আবেগ, অনুপ্রেরণা এবং ভালোবাসার প্রমাণ।” কৃতজ্ঞতা প্রকাশ করে, রোনাল্ডো জানান মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত তিনি সর্বদা তাঁর পরিবারের জন্য এবং তাঁর অনুরাগীদের জন্য খেলেছেন এবং এখন তাঁর সাথে ১ বিলিয়ন মানুষ যুক্ত হয়েছেন।
আরও পড়ুন: এবার প্যাসেঞ্জার ট্রেনও হবে সুপারফাস্ট! দেশজুড়ে চলবে ৩ হাজার বন্দে মেট্রো, বিরাট পরিকল্পনা রেলের
এই তারকা ফুটবলার জানিয়েছেন, “সমস্ত উত্থান-পতনের মধ্য দিয়ে আপনারা আমার সাথে প্রতিটি পদক্ষেপে ছিলেন। এই সফর আমাদের সফর এবং একসাথে আমরা দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি তার কোনও সীমা নেই।” রোনাল্ডো (Cristiano Ronaldo) আরও লিখেছেন যে, “আমাকে বিশ্বাস করার জন্য, আমাকে সমর্থন করার জন্য এবং আমার জীবনের একটি অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। সেরাটি এখনও আসতে বাকি, এবং আমরা এগিয়ে যেতে থাকব, জিততে থাকব এবং একসাথে ইতিহাস তৈরি করতে থাকব।”
আরও পড়ুন: একদিনে ১৬,৫০০ কোটি টাকা আয় করেও বড় ঝটকা খেলেন আদানি! জানলে হয়ে যাবেন অবাক
সম্প্রতি লঞ্চ করেছেন ইউটিউব চ্যানেল: আমরা যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে রোনাল্ডোর (Cristiano Ronaldo) ফলোয়ারের সংখ্যার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, ৬০০ মিলিয়নেরও বেশি মানুষ ইনস্টাগ্রামে তাঁর সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি, “X” মাধ্যমে ১০০ মিলিয়নেরও বেশি মানুষ তাঁকে ফলো করেন। এদিকে, ফেসবুকে রোনাল্ডোর ১৭০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন। যেখানে ইতিমধ্যেই সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছে গিয়েছে ৬০ মিলিয়নে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, রোনাল্ডো তাঁর ইউটিউব চ্যানেলটি শুরু করার প্রথম দিনেই ওই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা পৌঁছে গিয়েছিল ১৫ মিলিয়নে। পাশাপাশি, প্রথম সপ্তাহে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫০ মিলিয়নে।