ফের নতুন রেকর্ড! এশিয়ার মাটিতে কেরিয়ারের এক নতুন অধ্যায়ের আরম্ভ করলেন রোনাল্ডো

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি আর কতদিন খেলতে পারবেন। জবাবে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বলেছিলেন, “অনেকেই ভেবেছিল যে আমি শেষ হয়ে গিয়েছি, কিন্তু আমি তাদেরকে ভুল প্রমাণিত করেছি। আমি ততদিন অবধি খেলা চালিয়ে যাবো, যতদিন না আমার পা আমাকে বলছে যে ‘ক্রিশ্চিয়ানো, আমরা আর পারছি না’। এই মুহূর্তে আমি এটুকুই বলতে পারি যে আমি ফুটবল খেলাটা অত্যন্ত উপভোগ করছি।”

তিনি যে ভুল বলেননি সেটা আবারও একবার প্রমাণিত হলো। সকলেই জানেন নিজের কেরিয়ারে যে প্রতিযোগিতায় রোনাল্ডো সব সময় নিজের সেরা পারফরম‍্যান্স করেছেন, সেই প্রতিযোগিতাটি হল ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের ছোট থেকে শুরু করে বড় ও ঐতিহ্যশালী সকল দলের বিরুদ্ধেই এই প্রতিযোগিতায় রোনাল্ডোর পরিসংখ্যান অতুলনীয়।

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন, সবচেয়ে বেশি গোল করেছেন, সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও আপাতত তার নামের পাশে, সবচেয়ে বেশি ফ্রি কিক, পেনাল্টি ও হেডার গোলের রেকর্ডও তার দখলে। রয়েছে অতিমানবিক একাধিক পারফরম‍্যান্স। এবার তিনি তার নতুন অধ্যায় আরম্ভ করলেন এশিয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (ACL)।

আরও পড়ুন: রেকর্ড গড়ে এশিয়ান গেমসে সোনা! ভারতের নাম উজ্জ্বল করেছেন ২ ক্রীড়াবিদ! মনছোঁয়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী

যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহীর এক প্রতিপক্ষকে হারিয়ে তবে রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসের (Al Nassr) চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছেছিল। সেই ম্যাচে রোনাল্ডো গোল পাননি, কিন্তু একটি অ্যাসিস্ট করেছিলেন। এরপর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইরানের ক্লাব পার্সেপলিসের বিরুদ্ধে তার তৈরি করা আক্রমণ থেকে গোল হলেও তিনি নিজে গোল পাননি। তবে গতকাল রাতে তার সেই অপেক্ষার অবসান ঘটেছে।

chip naldo

আরও পড়ুন: ভিলেন হওয়ার হাত থেকে বাঁচলেন কামিন্স! তারকা স্ট্রাইকারের ২ গোলেই AFC কাপে দ্বিতীয় জয় পেল মোহনবাগান

হোম ম্যাচে তাজাকিস্তানের প্রতিপক্ষে এফসি ইস্তাকলোলের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল রোনাল্ডোর নতুন ক্লাব। খাতায় কলমে অনেক দুর্বল হলেও এই প্রতিপক্ষের বিরুদ্ধে গোল হজম করার পর গোলের মুখ খুলতে পারছিলেন না তারা। অবশেষে ৬৬ মিনিট অপেক্ষার পর আসে সেই মুহূর্ত। গোলরক্ষকের দক্ষতায় একাধিকবার আটকে গিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু এইবার বাঁ পায়ের হালকা চিপে গোলরক্ষককে পরাস্ত করে দলকে সমতায় ফেরান পর্তুগিজ মহাতারকা। কালকের ম্যাচের পর মোট ২২ টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় গোল করার রেকর্ড গড়ে তুলেছেন রোনাল্ডো। তারপর আরো দুই গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা আন্ডারসন তেলেস্কা। চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ খেলে ১৭ গোল করা হয়ে গেল রোনাল্ডোর।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর