সৌদি লিগে রোনাল্ডো ঝড়! ম্যাচে ৪ গোল করার পাশাপাশি গড়লেন ৩টি অনন্য রেকর্ড  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে সৌদিতে নিজের ক্ষমতার প্রদর্শন শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি আরবে নিজের প্রথম অফিসিয়াল ম্যাচে ভালো খেললেও গোল পাননি। দ্বিতীয় ম্যাচে আল ইত্তিহাদের কাছে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল তার দল। এরপর চরম সমালোচনার মুখোমুখি পড়তে হয়েছিল তাকে। এরপর সৌদি লীগের দ্বিতীয় ম্যাচে পেনাল্টি থেকে তিনি একটি গোল করলেও আল নাসের (Al Nassr) ম্যাচ ড্র করে।

সেদিন দুবার গোলকিপারকে সামনে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি সিআরসেভেন। সমালোচনা ক্রমশ বেড়েই চলছিল। কিন্তু এদিন লিগে নিজের তৃতীয় ম্যাচে আল ওয়াহাদার বিরুদ্ধে যাবতীয় সমালোচকদের জবাব দেওয়ার মঞ্চ তৈরি করলেন পর তো কিছু মহাতারকা। লিগ টেবিল বলছে যে ওয়াহাদা এই লিগের সবচেয়ে দুর্বল দল গুলির মধ্যে একটি। তাদের সঙ্গে যেমন ব্যবহার করা উচিত, ঠিক তেমনটাই করলেন সিআরসেভেন।

ম্যাচের ২১ মিনিটে অফসাইড ট্র‍্যাপ বিট করে বেরিয়ে গেলেন বাঁ প্রান্ত দিয়ে। এরপর জমি ঘেঁষা শটে গোলরক্ষককে হার মানালেন বাঁ পায়ের শটে। তিন মাস পরে ওপেন প্লে থেকে গোল পেলেন সিআরসেভেন। এরপর ৪০ মিনিটের ফের একবার অফসাইডে ট্র‍্যাপ বিট করে গোলকিপারকে হার বানালেন ডান পায়ের শটে। প্রতিপক্ষের মাঠ হলেও গোটা স্টেডিয়াম তার ‘সিইইইউউউ’ সেলিব্রেশনে গলা মেলালো।

ronaldo poker

এরপর এলো ম্যাচের দ্বিতীয়ার্ধ। ৫২ মিনিটে নাগাদ পেনাল্টি পায় আল নাসের। ট্রেডমার্ক রোনাল্ডো পেনাল্টিতে হ্যাটট্রিক সম্পূর্ন করলেন রণ। এখানেই শেষ হয়নি। ৬১ মিনিট নাগাদ ফের একবার অফ সাইডের ফাঁদ কাটিয়ে বল নিয়ে ২০ গজ দৌড়ে বক্সের ভেতরে ঢুকেই শট নিলেন। গোলরক্ষক কোনওক্রমে শটটি বাঁচালেন কিন্তু লুজ বল কোথায় যাচ্ছে সেগুলি ডিফেন্ডার উপলব্ধি করে ওঠার আগেই রোনাল্ডো পৌঁছে গেলেন সেখানে এবং নিজের চতুর্থ গোল তুলে নিলেন।

এই নিয়ে নিজের কেরিয়ারে ১১ বার ফুটবল ম্যাচে পোকার (১ ম্যাচে ৪ গোল) মারলেন পর্তুগিজ মহাতারকা। এটি ছিল তার ২১ বছরের কেরিয়ারের ৬১তম হ্যাটট্রিক। কাল শুধুমাত্র লিগের খেলায় ৫০০ গোলের মাইলফলক পেরিয়েছেন রোনাল্ডো। সেই সঙ্গে ২০১০ থেকে শুরু করে টানা ১৪ বছর অন্তত একটি করে হ্যাটট্রিক করার বিরল রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি। এবার দেখার সৌদি লিগ শেষ হওয়ার পর তিনি আল নাসেরকে চার বছরের খরা কাটিয়ে জাতীয় লিগ জেতাতে পারেন কিনা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর