প্ৰথম ইউরোপীয়ান ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ১০০ তম গোল ফেললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে 100 তম গোল করে ফেললেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল রাতে উয়েফা নেশনস কাপে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং সুইডেন। সেই ম্যাচে সুইডেনের বিরুদ্ধে গোল করে নিজের ক্যারিয়ারের 100 তম আন্তর্জাতিক গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এই 35 বছর বয়সী জুভেন্টাসের ফরোয়ার্ড Ali Daei  এর পর প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে 100 তম গোল করলেন। Ali Daei ইরানের হয়ে আন্তর্জাতিক ফুটবলে 109 টি গোল করেছেন।

এইদিন ফ্রি-কিক থেকে গোল করে নিজের কেরিয়ারের 100 তম গোলটি সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সরাসরি ফ্রি-কিক থেকে এটা রোনাল্ডোর কেরিয়ারের 57 তম গোল এবং আন্তর্জাতিক ফুটবলে সরাসরি ফ্রি-কিক থেকে এটা রোনাল্ডোর 10 তম গোল।

পাঁচবার ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চায়ানো রোনাল্ডোর দেশের জার্সিতে সাতটি হ্যাটট্রিক রয়েছে। এছাড়া ফিফা বিশ্বকাপেও সাতটি গোল করে ফেলেছেন পর্তুগালের জার্সি গায়ে। রোনাল্ডো এমন একজন ফুটবলার যিনি দেশ এবং ক্লাবের জার্সি গায়ে দুক্ষেত্রেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আন্তর্জাতিক গোলের নিরিখে রোনাল্ডোর পরেই রয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক তথা স্ট্রাইকার সুনীল ছেত্রী যার আন্তর্জাতিক গোল সংখ্যা 72 এবং তারপরেই রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যার আন্তর্জাতিক গোল সংখ্যা 70।


Udayan Biswas

সম্পর্কিত খবর