বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছেন রোনাল্ডো! এবার বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে গড়লেন দুর্ধর্ষ নজির

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ফুটবল জগতের কিংবদন্তি তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বলা ভালো, তিনি রীতিমতো বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছেন। ৩৯ বছর বয়সেও দাপটের সাথে একের পর এক গোল করে চলেছেন তিনি। আর এই মাধ্যমেই তিনি প্রমাণ করে দিচ্ছেন বয়স সত্যিই একটি সংখ্যা মাত্র।

দুর্ধর্ষ নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo):

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি আল নাসেরের হয়ে আরও একটি গোল করেছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর ওই গোলের ওপর ভর করেই বিরাট নজির গড়েফেললেন তিনি। শুধু তাই নয়, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এখন দুর্ধর্ষ রেকর্ডের অধিকারী হলেন রোনাল্ডো।

Cristiano Ronaldo set a terrible precedent.

জানিয়ে রাখি যে, চলতি বছরেই অর্থাৎ ২০২৫ সালে আল নাসেরের হয়ে খেলার জন্য রোনাল্ডোর (Cristiano Ronaldo) তিন বছরের চুক্তি শেষ হতে চলেছে। তবে, এই চুক্তি শেষ হলেও তিনি ক্লাব ছাড়তে চাইছেন না। বরং, তিনি চান যে তাঁর এই চুক্তি আরও বাড়ুক। আর এর পেছনের সবথেকে বড় কারণ হল তাঁর পরিবার। জানা গিয়েছে, রোনাল্ডোর স্ত্রী জর্জিনা ও সন্তানরাও সৌদি আরবে থাকার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন।

আরও পড়ুন: রিঙ্কুর সইয়ের জন্য আটকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মাঠের সংস্কার! ব্যাপারটা কী?

আর সেই কারণেই রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজেও ওই দেশ ছাড়তে চান না। এমতাবস্থায়, এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, “আমি সত্যিই এখানে খুব খুশি। আমার পরিবারও খুশিতে রয়েছে। এই দেশে আমরা নতুন করে আমাদের জীবন শুরু করেছি। আর তাই আমরা এখানেই থাকতে চাই। আল নাসেরের হয়েই খেলতে চাই আমি। আমি এটা আশা করবো যে ক্লাব আমার চুক্তি বাড়াবে।”

আরও পড়ুন: প্রবল সঙ্কটে চিন! এবার এই দেশের সাথে গাঁটছড়া বেঁধে বাজিমাত করবে ভারত, মাথায় হাত জিনপিংয়ের

এদিকে, বিগত তিন বছরে রোনাল্ডোর (Cristiano Ronaldo) সামগ্রিক পারফরম্যান্স বিচার করলে আল নাসের সাগ্রহে তাঁর সাথে চুক্তি বাড়াতে রাজি হবে বলেই মনে করা হচ্ছে। আর এই কারণেই, পর্তুগালের এই তারকা ফুটবলার নিজের ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রাধান্য দিচ্ছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর