বাংলা হান্ট নিউজ ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একাধিক সূত্র মারফত এই খবর স্পষ্ট হয়ে গিয়েছে যে যদি কোন ক্লাবের অফার থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে অনুরোধ করেছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু কোথায় যাবেন তিনি তা এখনো স্পষ্ট নয়।
ওকে সই করানো দৌড়ে সবচেয়ে এগিয়ে বায়ান মিউনিখ কিন্তু পোলিশ স্ট্রাইকার লেওয়ান্ডোস্কি ক্লাব ছাড়লে তবেই পর্তুগিজ তারকা কে সই করাবেন বাভারিয়ান নেকড়েরা। এই লিকার রয়েছে চেলসির নামও কিন্তু রোনাল্ডো ইংল্যান্ডের অন্য কোন ক্লাবে যুক্ত হতে চান না।
গত মরশুমে জুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। সকলের আশা ছিল তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে ট্রফি জিততে সাহায্য করবেন। রোনাল্ডো নিজেই গোল করে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের সাফল্য আসেনি বরং ডিফেন্সের অপদার্থতার ম্যানচেস্টার ইউনাইটেড আসন্ন মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি।
আপনার বয়স এখন ৩৭।খুব সম্ভবত আর দু-তিন বছর ফুটবল খেলবেন তিনি। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের মতন টুর্নামেন্ট রোনাল্ডো এই বয়সে এসে মিস করতে চাইবেন না। তাই গত মরশুমে ইউনাইটেডের হয়ে চব্বিশটি গোল করলেও আর এই মরশুমে নতুন ম্যানেজার এরিক টেন হাগ দায়িত্ব নিলেও, চ্যাম্পিয়নস লিগ খেলার জন্যই হয়তো শেষ পর্যন্ত রেড ডেভিল থেকে বেরিয়ে যাবেন রোনাল্ডো।