১ সেকেন্ডে ৫৭০ টাকা কামাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! বাৎসরিক আয় শুনলে যাবে মাথা ঘুরিয়ে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপ শুরু হওয়ার আগেই রোনাল্ডো নিজের তৎকালীন ক্লাব সম্পর্কে এক বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছিলেন। বিশ্বকাপের মাঝামাঝি সময়েই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন পর্তুগিজ মহাতারকা। এরপরেই ক্লাব ফুটবলে তার সম্ভাব্য গন্তব্য নিয়ে চলছিল বিভিন্ন জল্পনা-কল্পনা। বছরের শেষ দিনে সৌদি আরবের ক্লাব “আল নাসেরেই” যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সৌদি আরবের ক্লাবের তরফ থেকেই অফিশিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আল নাসেরের তরফ থেকে বলা হয়েছে, ”একটি নতুন ইতিহাস রচনা হতে চলেছে। এই নতুন চুক্তির ফলে শুধু আমাদের ক্লাবই নয়, আমাদের পুরো লিগ, গোটা দেশ, ভবিষ্যৎ প্রজন্ম ফুটবলে নতুন কিছু করতে উৎসাহী হবে। আপনার নতুন বাড়িতে আপনাকে স্বাগত ক্রিশ্চিয়ানো।”

আল নাসের ক্লাবের চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার লিখেছেন, “এই চুক্তিটি আমাদের ক্লাবের ইতিহাসের একটি ঐতিহাসিক মুহুর্ত। রোনাল্ডোর মতো খেলোয়াড়েরা বিশ্বের সকল ক্রীড়াবিদের কাছে উদাহরণ। আশা করি তাঁর উপস্থিতিতে আল নাসের প্রত্যাশিত সাফল্য পাবে।”

সৌদি আরবের এই ক্লাবের সঙ্গে চুক্তি হওয়ার বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলারে পরিণত হয়েছেন রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় তার উপার্জনের বিস্তারিত বিবরণ নীচে তুলে ধরা হলো:

●১ বছরে রোনাল্ডোর আয়: প্রায় ১৭৭৫ কোটি ২৪ লক্ষ টাকা
●১ মাসে রোনাল্ডোর আয়: প্রায় ১৪৮ কোটি টাকা
●১ দিনে রোনাল্ডোর আয়: প্রায় ৫ কোটি টাকা
●১ ঘন্টায় রোনাল্ডোর আয়: প্রায় ২০ লক্ষ ৫৫ হাজার টাকা
●১ মিনিটে রোনাল্ডোর আয়: ৩৪ হাজার ২৪৪ টাকা
●১ সেকেন্ডে রোনাল্ডোর আয়: ৫৭০ টাকা

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর