বিশ্বকাপে ব্রাজিলকে কাঁদানো এই ফরোয়ার্ডের সঙ্গে আল নাসেরে জুটি বাধছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইউরোপ ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বকাপে (Qatar World Cup 2022) হতাশা জনক পারফরম্যান্সের পরে ইউরোপ ছেড়ে এবার মধ্যপ্রাচ্যে নিজের নতুন কেরিয়ার শুরু করবেন তিনি। সৌদি আরবের ক্লাব আল নাসেরে (Al Nassr) যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছিল বিশ্বকাপ চলাকালীন।

আল নাসেরে বিপুল পরিমাণ অর্থ রোজগার করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতি সেকেন্ডে তার আয়ের পরিমাণ হবে ৫৭০ টাকা। গোটা বছরে ১৭৭৫ কোটি টাকারও বেশি রোজগার করবেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই লিগে কাদের সাথে খেলবেন।

ronaldo in saudi

আল নাসিরের দলে রয়েছেন একজন তারকা যাকে খুব সহজেই চিনতে পারবেন সেই ফুটবলপ্রেমীরা যারা কাতার বিশ্বকাপ মনোযোগ দিয়ে দেখেছেন। কাতার বিশ্বকাপে ব্রাজিলের শেষ গ্রুপ পর্বের ম্যাচের কথা অনেকেরই মনে থাকবে হয়তো। ব্রাজিল বনাম ক্যামেরুন (Brazil vs Cameroon) ম্যাচটি কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকবে একটি বিশেষ কারণে।

ব্রাজিল আগেই বিশ্বকাপের নকআউট পর্বের যোগ্যতা অর্জন করে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে ব্রাজিল কোচ যে প্লেয়াররা বেশি খেলার সুযোগ পাননি তাদেরকে সুযোগ দিয়েছিলেন। তবে ব্রাজিলের এবারের বিশ্বকাপের স্কোয়াড খাতায়-কলমে এতটাই শক্তিশালী ছিল যে সেই দলটিকেও হালকাভাবে নেওয়ার কোন উপায় ছিল না। কিন্তু ক্যামেরুনের বিরুদ্ধে সেই ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি ব্রাজিল। উল্টে ম্যাচের একদম শেষ লগ্নে গোল করে ক্যামেরুন ম্যাচটি জিতে যায়। যদিও তারা পরের পর্বে এগোতে পারেনি।

ক্যামেরুনের হয়ে সেই গোলটি করেছিলেন ভিনসেন্ট আবুবাখের (Vincent Aboubakar)। অতিরিক্ত সময়ে গোল করে জার্সি খুলে সেলিব্রেশন করে বিশ্বকাপে একটি স্মরণীয় মুহূর্ত তৈরি করেছিলেন তিনি। সেই ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ২০২১ থেকে এই আল নাসেরের অংশ। ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে নায়ক হওয়া এই ফুটবলারের সঙ্গে জুটি বেঁধে খেলতে দেখা যাবে।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর