বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় সময় রাত ১২.১৫ মিনিটে যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল (Portugal) ইউরো কাপের (2024 Euro Cup) যোগ্যতাঅর্জন পর্বে স্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে তখন ১৪ই সেপ্টেম্বর আরম্ভ হয়ে গিয়েছে। বাঙালি ক্রীড়াপ্রেমীদের কাছে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই পরের দিন সকালে উঠে পিতৃপক্ষের অবসান এবং দেবিপক্ষের সূচনায় তুমি গঙ্গার উদ্দেশ্যে যাত্রা করবেনই নিজেদের স্বর্গত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের জন্য। তাড়াতাড়ি সেই কাজ সেরে এসে তারা বসে যাবেন টিভির সামনে। কারণ দুপুর দুটো থেকে বিরাট কোহলি (Virat Kohli) সমৃদ্ধ ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan)।
তাদের মধ্যে যে সকল রোনাল্ডো ভক্ত রাত জেগে খেলা দেখবেন তাদের কাছে বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। রাত জেগে খেলা দেখে তারপর ভোরে উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শুনে তারপর পা বাড়াবেন গঙ্গার উদ্দেশ্যে। তারপর বাড়ি ফিরে টুকটাক কাজ ছেড়ে অপেক্ষা করবেন দুপুরের ভারত বনাম পাকিস্তান ম্যাচের। কিন্তু খুশি মনে এই কাজটুকু তারা করে নিতে পারবেন, কারণ নিজের দেশের প্রয়োজনে আবার একবার ৩৮ বছর বয়সের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জ্বলে উঠতে দেখেছিলেন তারা মাঝরাতে। ওই ঘটনাই তাদের অনুপ্রেরণা দেবে।
নিজের ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলার পর প্রথমবার পর্তুগালের দর্শকদের সামনে হোম ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। পর্তুগাল ভক্তরা রোনাল্ডোর জন্য বিশেষ ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিলেন গ্যালারিতে। প্রতিপক্ষ ফিফা ক্রমতালিকায় ৪৮ তম স্থানে থাকার স্লোভাকিয়া। কিন্তু দ্বিতীয় দূরপাল্লার শটে দুটি দুর্দান্ত গোল করে পর্তুগালকে চাপে খেলেছিল তারা। রোনাল্ডো প্রথমার্ধে পেনাল্টি ও দ্বিতীয়ার্ধে ডিফেন্ডারদের নজর এড়িয়ে বুদ্ধিদীপ্ত ট্যাপ ইন থেকে গোল না করে রাখলে সমস্যা পড়তে হতো পর্তুগালকে। শেষপর্যন্ত ৩-২ ফলে প্রবল বৃষ্টির মধ্যে ম্যাচ জিতে ২০২৪ সালে জার্মানির মাটিতে আয়োজিত হতে চলা ইউরো কাপের যোগ্যতা অর্জন করে ফেললেন রোনাল্ডোরা। সিআরসেভেন ছাড়াও পর্তুগালের হয়ে এদিন গোল করেছেন গঞ্জালো র্যামোস।
আরও পড়ুন: অতিরিক্ত আত্মবিশ্বাসী নই! পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোহলিরা হালকা মেজাজে, চাপে রোহিত
এদিন প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি ইউরো কাপের যোগ্যতাঅর্জন করার কৃতিত্ব নিজের নামে করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো। সেইসঙ্গে নিজের সিনিয়র ফুটবল কেরিয়ারে ৮৫৭ তম গোলটি করে ফেলেছেন তিনি। অনেকেই তার পেনাল্টি থেকে অধিক গোল করার প্রবণতা নিয়ে তাকে ব্যঙ্গ করে থাকেন। কিন্তু তারা শুনলে অবাক হবেন যে কালকে রোনালদো পেনাল্টি ছাড়া নিজের কেরিয়ারের ৭০০ তম গোলটি করে ফেলেছেন। এছাড়া পর্তুগালের জার্সিতে ২০২ টি ম্যাচ খেলে তার ১২৫ টি গোল করা হয়ে গেল। চলতি ইউরো যোগ্যতা অর্জন করবে ৬ ম্যাচে তার গোলসংখ্যা ৭। দেশ এবং ক্লাব মিলিয়ে এই ২০২৩/২৪ মরশুমে ১৯ টি ম্যাচ খেলে ১৯ গোল করে ফেলেছেন সিআরসেভেন।
আরও পড়ুন: জঘন্য রেফারিং, বিশ্ৰী মাঠ ও ডিফেন্সের ব্যর্থতা! খালি হাতে মালয়েশিয়া থেকে ফিরছে সুনীলের ভারত
আর আজ রোনাল্ডোর এক বড় ভক্ত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং মহাতারকা বিরাট কোহলি মাঠে নামবেন ক্রিকেটের মঞ্চে ভারতের চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে এখনো অবধি তিনটি ম্যাচ খেলে ১৯৭ রান করেছেন তিনি। তিনি কাল বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ২০০ রান করার মাইলফলক ছুঁয়ে ফেলতে চাইবেন। সকলেই আশা করবেন যে এশিয়া কাপে যে রকম দুর্দান্ত শতরান করে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে জয়নে দিয়েছিলেন কোহলি, ঠিক তেমনটাই বিশ্বকাপের মঞ্চেও দেখা যাবে।