‘শেষ ১৬’-তে আজ সুইসদের মুখোমুখি রোনাল্ডোর পর্তুগাল, স্পেনের সামনে মরক্কো কাঁটা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল যত এগিয়ে আসছে ততই যেন উত্তেজনা বাড়ছে ফুটবলপ্রেমীদের মনে। ইতিমধ্যেই তিনটি মুখরোচক দ্বৈরথের অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। আজ বিশ্বকাপের ‘শেষ ১৬’ পর্বের শেষ দুটি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের শেষ দুই দেশ। আজকের ম্যাচ দুটিতে কি হয় তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ফুটবল ভক্তরা।

আজকের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে লুইস এনরিকের স্পেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্তারিকাকে ৭-০ ফলে উড়িয়ে দেওয়ার পর জার্মানি এবং জাপানের বিরুদ্ধে নিজেদের পরিচিত ছন্দে ফেলতে পারেনি স্পেন। জার্মানির কাছে শেষমুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া হয়েছিল। জাপানের বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হারের মুখ দেখতে হয়েছিল। আজ তাদের প্রতিপক্ষ মরক্কো যাদের বিরুদ্ধে চলতে বিশ্বকাপে এখনো কোনও প্রতিপক্ষের ফুটবলার গোল করতে পারেননি। দুর্দান্ত ফর্মে রয়েছেন আশরাফ হাকিমি, হাকিম জিয়াচরা। কাজেই লড়াই একেবারে সহজ হবে না।

আর আজকে ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। গ্রুপ পর্বে খানার বিরুদ্ধে কোনোক্রমে জয় পেয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ২-০ ফলে হারালেও নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছিল ফার্নান্দো স্যান্টোসের দলকে। তাই আজ সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে চাপে পর্তুগাল।

সুইসরা ব্রাজিলের বিরুদ্ধে একটুর জন্য হারের মুখ দেখলেও ক্যামেরুন এবং সার্বিয়ার বিরুদ্ধে যথেষ্ট দাপট দেখিয়েছে। এম্বোলো, শাকিরি, ফ্রয়লাররা যে কোনও বড় দলকে বেগ দিতে পারেন। দুই দলের শেষ ৫ সাক্ষাতে ৩ বার জয় পেয়েছে পর্তুগাল এবং ২ বার জয় পেয়েছে সুইজারল্যান্ড। শেষ সাক্ষাতেও জয় গিয়েছিল সুইসদের পক্ষেই। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম দলে থাকাকালীন কখনো পর্তুগালকে হারাতে পারেনি সুইজারল্যান্ড।

কিন্তু অনেকের মতে এখন নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই পর্তুগাল দলের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছেন। চলতি বিশ্বকাপে তিনি এখনো অবধি মাত্র একটি গোল করতে পেরেছেন সেটাও পেনাল্টি থেকে। উরুগুয়ের বিরুদ্ধে তিনি খারাপ খেলেছেন এমন নয় কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রোনাল্ডো নিজের সেরা ছন্দের ধারে কাছেও ছিলেন না, উপরন্তু কোরিয়াকে একটি গোল উপহার দিয়েছিলেন। রোনাল্ডো শেষবার পর্তুগালের হয়ে পেনাল্টি ছাড়া কোন গোল করেছিলেন এই সুইজারল্যান্ডের বিরুদ্ধে জুন মাসে। এই দলটির বিরুদ্ধে তিন ম্যাচ খেলে মোট পাঁচটি গোল করেছেন রোনাল্ডো। রয়েছে নেশন্স লিগের সেমিফাইনালে ম্যাচ জেতানো হ্যাটট্রিকও। কিন্তু ৩৭ বছর বয়সে রোনাল্ডোকে আর কোনও প্রতিপক্ষের সামনেই অতটা ভয়ংকর বলে মনে হচ্ছে না এই মরশুমে। আজ কি তিনি নিন্দুকদের ভুল প্রমাণ করতে পারবেন? উত্তর দেবে সময়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর