বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই মরশুম ধরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) খারাপ সময় কাটছে, এমনটা বলাই যায়। ২০২১ সালের পর কোনও ট্রফি জেতেননি তিনি। সম্পর্ক খারাপ হয়েছে নিজের ফুটবল জীবনে অতি গুরুত্বপূর্ণ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স, যেখানে চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বিশ্বকাপ জিতে গোটা বিশ্বের নয়নের মণি হয়ে উঠেছেন। সেই সঙ্গে গত বছর নিজের যমজ সন্তানের মধ্যে থেকে একজনকে হারাতেও হয়েছিল তাকে। আর সোশ্যাল মিডিয়ার ট্রোলিং বা মিডিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার তো বহুদিন ধরেই হয়ে আসছে।
এইসবের মাঝেই গত জানুয়ারিতে তিনি ইউরোপিয়ান ফুটবলের মায়া কাটিয়ে এশিয়ায় চলে এসেছেন। মরশুমের মাঝপথে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। সেখানে তিনি গোল করেছেন প্রচুর কিন্তু ট্রফি জিততে ব্যর্থ হয়েছেন প্রথম মরশুমে। এই জুলাই মাসের শেষ দিক থেকে সেখানে দ্বিতীয় মরশুম আরম্ভ হয়েছে। এখন সৌদি আরবে তিনি আর একাই মহাতারকা নন, তার সমান উচ্চতার না হলেও চলতি ট্রান্সফার উইন্ডোতে ইউরোপিয়ান ফুটবলে খেলা বহু নামিদামি ফুটবল তারকা চলে এসেছেন এই সৌদি প্রো লিগের কিছু দলগুলিতে।
এই মুহূর্তে সৌদি আরবের ক্লাবগুলি আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ খেলতে ব্যস্ত। সৌদি আরব ছাড়াও আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, মিশরের মতো দেশের ফুটবল লিগের ক্লাবগুলি এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। সেই টুর্নামেন্টেই আল নাসেরেরে দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ান ক্লাব ইউএস মন্তাসিরের বিরুদ্ধে খেলতে নেমে নতুন মরশুমের প্রথম গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
প্রথমার্ধে এই রোনাল্ডোর বর্তমান ব্রাজিলিয়ান সতীর্থ অ্যান্ডারসন টেলেস্কার গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। ৬৬ মিনিটে আল নাসের ডিফেন্ডারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে একটি তিউনিসিয়ার ক্লাবটি। কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে ডান প্রান্তের উইন থেকে আসা ক্রসের নিজের স্বভাবসিদ্ধ পরিচিত ঢঙয়ে, হেডে গোল দিয়ে দলকে ফিরে এগিয়ে দেন রোনাল্ডো। টানা ২২ মরশুম ধরে গোল করার অনন্য রেকর্ড করলেন সিআরসেভেন। এরপর তার দল আরো দুটি গোল দেয় এবং শেষ পর্যন্ত ৪-১ ফলে ম্যাচ জিতে নেয়।
এই দিনের রোনাল্ডো নিজের গোলটি করে একটি বিশেষ রেকর্ড করে ফেলেছেন। এখন বিশ্ব ফুটবলের ইতিহাসে হেডে গোল করার ব্যাপারে সবচেয়ে এগিয়ে গেলেন তিনি। কালকের হেডে করা গোলটি ছিল রোনাল্ডোর কেরিয়ারের ১৪৫ তম মাথা দিয়ে করা গোল। তিনি পেছনে ফেলে দিয়েছেন গার্ড মুলার (১৪৪), কার্লোস স্যাটিলানা (১২৫), পেলের (১২৪) মত কিংবদন্তিদের। তার নেতৃত্বে সৌদি আরবের ক্লাবটি এই টুর্নামেন্ট জিততে পারে কিনা সেদিকে নজর থাকবে সকলের।