গোয়ায় রোনাল্ডোর মূর্তি নিয়ে তুমুল বিতর্ক, ভারতীয় ফুটবলারের বদলে পর্তুগিজ তারকা কেন! উঠছে প্রশ্ন

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি বিশাল পিতলের মূর্তি স্থাপন করা হয়েছে গোয়ার সমুদ্রতীরবর্তী গ্রাম ক্যালাঙ্গুটের একটি পার্কে। নিজের হাতে এই মূর্তির উন্মোচন করেছেন গোয়ার রাজনীতিবিদ মাইকেল লোবো। তিনি বলেছেন যে পর্তুগিজ মহাতারকা গোটা বিশ্বের কাছে একজন আইকন। তার মূর্তি এখানে গোয়ায় স্থাপন করে তিনি আশা করেছেন যে ভবিষ্যৎ প্রজন্মকে এই মূর্তি খেলাধুলার প্রতি উৎসাহী করে তুলবে।

অনেক শুভেচ্ছাবার্তা এলেও কিছু স্থানীয়বাসিন্দা পর্তুগিজ মহাতারকার মূর্তি সম্পর্কে তীব্র বিরোধিতা করছে। বিক্ষোভকারীরা বলছেন যে একজন বিদেশী ফুটবলারকে কেন এমন সম্মান দেওয়া হল, যেখানে দেশেই এমন অনেক কিংবদন্তি ছিলেন যাদের এইভাবে সম্মান জানানো যেত। এই নিয়ে তারা বিক্ষোভও প্রদর্শন করেছেন।

 

প্রসঙ্গত, গোয়া বহু শতাব্দী ধরে পর্তুগিজদের একটি উপনিবেশ হিসাবে ছিল। দেশে ইংরেজরা রাজত্ব করলেও পর্তুগিজরাই গোয়ার দখল রেখেছিল এবং স্বাধীনতার পরও তাদের দাপট ছিল। মাত্র ৬০ বছর আগে তারা রাজ্য ছেড়েছিলেন। এর পাশাপাশি রাজ্যের মানুষের আপত্তি যে কোনও ভারতীয় খেলোয়াড়ের মূর্তি স্থাপন না করে পর্তুগিজ খেলোয়াড়ের মূর্তি স্থাপন করা হয়েছে।

বিখ্যাত পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত রয়েছে গোটা বিশ্বে। পাঁচবার ব্যালন ডি’অর পুরস্কার জেতা তারকার ভারতেও কোটি কোটি ভক্ত রয়েছে। গোয়ার রাজধানী পানাজিতেও এর প্রমাণ পাওয়া গেছে। ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা রোনালদোর একটি মূর্তি পানাজিতে স্থাপন করা হয়েছে। এই প্রতিমার ওজন ৪১০ কেজি।

X