বাবলু প্রামাণিক দক্ষিণ 24পরগনা: গ্রামে প্রবেশ আস্ত কুমির । হৈ চৈ গ্রাম জুরে । হঠাৎই আস্ত ছাগল নিয়ে চম্পট দশ ফুট সুন্দরবনের কুমির । ছাগল বাঁচাতে চিৎকার চেঁচামেচি । ছোটাছুটি নদীপথের জি প্লটের তট ধরে । ততক্ষনে অবশ্য সব শেষ । পাথরপ্রতিমার কৃষ্ণদাসপুর জয়শ্রী কলোনির নদীতে এমন ঘটনায় স্তম্ভিত সুন্দরবনবাসী ।
জলে কুমির নিয়ে বাস জি প্লট দ্বীপবাসির । অনায়াসে প্রবেশ করে কুমির । উদাসীন প্রশাসন, উদাসীন বনদপ্তর । নদীর তটে বাঁধা থাকা ছাগল নিয়ে পালানোর ঘটনায় আতঙ্কে রইল এলাকাবাসী ।জয়শ্রী নদীর তটে নেই কোন জাল দিয়ে ঘেরা, নেই কোন উঁচু বাঁধ । তাই অনায়াসে প্রবেশ করে কুমির।