এক খাবলে জেব্রাকে মুখে ভরলো কুমীর, তারপর যা হল দেখুন ভাইরাল ভিডিও

Published On:

সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে নানান সময় একাধিক বৈচিত্র্যময় ভিডিও (viral Video) ধরা পড়ে। তবে অধিকাংশ ভিডিও গুলি বন্য প্রাণীদের জীবনশৈলীর ওপর ভিত্তি করেই পোস্ট করা হয়। এই সকল ভিডিওর মধ্যে যেমন কখনও দুটি প্রাণীর মধ্যে ভালোবাসার ছবি ফুটে ওঠে তো আবার কখনো কোনো এক হিংস্র প্রাণী দ্বারা অপর এক বন্যপ্রাণীকে শিকার করার নির্মম দৃশ্যও দেখা যায়।

সম্প্রতি, এ রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি হিংস্র কুমির এবং এক জেব্রার ছবি ফুটে উঠেছে সকলের সামনে। ভিডিওটির মাধ্যমে পোস্টদাতা হিংস্র কুমিরের শিকার কার্য এবং অপরদিকে জেব্রাটির জীবন সংগ্রামের চিত্র তুলে ধরতে চেয়েছেন।

‘wildlifeanimall’ নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওর প্রথমেই একটি বিশাল নদীর মাঝে সেই হিংস্র কুমির এবং জেব্রাটিকে দেখা যায়। ধীরে ধীরে কুমিরের মুখে করে বেচারা জেব্রাটিকে নদীর মাঝ বরাবর টেনে নিয়ে যাওয়ার দৃশ্য স্বভাবতই গায়ে কাঁটা দিয়ে তোলে। এই সময় দেখা যায়, নিজের প্রাণ বাঁচানোর জন্য কিভাবে সে প্রাণপণ চেষ্টা করে চলেছে, কিন্তু হিংস্র কুমিরটির মুখের গ্রাস থেকে কোনভাবেই বের হতে পারে না সে।

 

View this post on Instagram

 

A post shared by Wildlifeanimall (@wildlifeanimall)

ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, সবরকম প্রচেষ্টার করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে একপ্রকার যেন পরাজয় স্বীকার করে জেব্রাটি এবং এটা স্পষ্ট হয় যে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই বেচারা প্রাণীটি কুমিরের শিকার হতে চলেছে।ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কমেন্ট বক্সে তাদের ভালোবাসা উজাড় করে দেয়।

X