বাংলাহান্ট ডেস্ক : বাংলায় একটা প্রবাদ আছে। জলে কুমির, ডাঙ্গায় বাঘ। আমাদের দেশের জলাভূমির কাছাকাছি এলাকার বাসিন্দারা সারা বছর কুমিরের ভয়ে তটস্থ হয়ে থাকেন। বছরের বিভিন্ন সময় ধরে কুমিরের হাতে সাধারণ মানুষের আহত বা নিহত হওয়ার খবর আসে । কিন্তু এমন কথা কি কখনো শুনেছেন যে কোন ব্যক্তি কুমিরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে কিন্তু ঘটেছে এমনটাই। মেক্সিকোর মেয়র হুগো সোশা বিয়ে করলেন বছর সাতেকের এক কুমিরকে।
সোশা হলেন মেক্সিকোর ওয়াক্সাকা গ্রামের মেয়র। বৃহস্পতিবার তিনি তার ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন কুমিরটিকে। কনের পোশাকে সাজানো হয় কুমিরটিকে। এরপর স্থানীয় গীর্জায় গিয়ে নিয়ম রীতি মেনে মেয়র সোশার সঙ্গে বিবাহ পর্ব চলে তার। ওই গ্রামের বাসিন্দারাও উপস্থিত ছিলেন বিবাহ অনুষ্ঠানে। বিবাহ পর্ব শেষ হওয়ার পর দেখা যায় গ্রামের মেয়র কুমিরটিকে চুম্বনও করেন। তবে কুমিরটির মুখ বাঁধা ছিল।
এই গ্রামের বিশ্বাস অনুযায়ী কোন প্রাণীকে যদি কেউ বিয়ে করে তাহলে প্রকৃতি মা সন্তুষ্ট হন। ওয়াক্সাকা গ্রামে মূলত মৎস্যজীবীদের বাস। তাদের প্রধান পেশাই হল মাছ ধরা ও পরে সেগুলি বিক্রি করা। কয়েক শতক ধরে এই গ্রামের বাসিন্দাদের বিশ্বাস কোন প্রাণীকে যদি বিয়ে করা হয় তাহলে প্রকৃতি খুবই সন্তুষ্ট হন। এর ফলে সারা গ্রামে বজায় থাকে সুখ ও শান্তি। মৎস্যজীবীদের জালে মাছ ধরা পড়তে থাকে বেশি করে। গ্রামবাসীদের যত অপূর্ণ ইচ্ছা তা পূরণ করেন প্রকৃতি মা।
এই বিশ্বাস অনুযায়ী এই ধরনের বিয়ের ফলে গ্রামবাসীদের সংসার হয়ে ওঠে সচ্ছল। এমনটাই দাবি করেছেন মেয়র। তার আরো দাবি, প্রকৃতি মায়ের দুত হল এই কুমিরটি। প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করাই হলো তার প্রকৃত উদ্দেশ্য।