বাংলাহান্ট ডেস্কঃ দিনে দুপুরে চলন্ত রাস্তার মাঝে ছড়িয়ে রয়েছে রাশি রাশি টাকা (Rupees), আর সেটাই দুহাতে মুঠো ভরে কেউ কুড়িয়ে নিচ্ছেন, আবার কেউ তা উড়িয়েও দিচ্ছেন। কি ভাবছেন সিনভার স্ক্রীনের কোন শুটিং দৃশ্য চলছে? একেবারেই নয়। রিল নয়, ‘রিয়েল লাইফ’-এই এমনই ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রের (US) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ফ্রিওয়েতে।
শুক্রবার এই ঘটনার কারণে কিছুটা যানজটেরও সমস্যা দেখা দেয় ওই রাস্তায়। গাড়ি দাঁড় করিয়ে সেই টাকা কুড়িয়ে নিতে থাকেন পথচলতি মানুষজন। আবার একজন তো এই দৃশ্যের ভিডিওই করে বসলেন। সেখান আবার আনন্দে টাকা ওড়াতেও দেখা গেল মানুষজনকে।
জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯ টা বেজে ১৫ মিনিট নাগাদ সান দিয়েগো থেকে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের একটি অফিসে একটি টাকা (ডলার) ভর্তি ট্রাক যাচ্ছিল। আর কিছু সমস্যার কারণে ওই রাস্তার উপর ডলার ভর্তি বেশ কয়েকটি ব্যাগ আচমকাই পড়ে যায়। সেই কারণেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কার্লসবাদের মূল রাস্তায় যেন টাকার বৃষ্টি হয়ে যায়।
ঘটনার সময়কার এক প্রত্যক্ষদর্শী সার্জেন্ট কার্টিস মার্টিন জানান, চলার পথে রাস্তায় ডলার ভর্তি ট্রাক থেকে বেশ কয়েকটি ব্যাগ নিচে পড়ে যায়। আর তখনই রাস্তায় থাকা মানুষজন সেই টাকা তুলে নিতে শুরু করে। তাঁদের সেই অর্থ নিতে বারণও করা হয় এবং ফৌজদারি আইনি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও স্মরণ করিয়ে দেওয়া হয়।
এই অদ্ভূত ঘটনার দৃশ্য ডেমি বাগবি নামে এক স্যোশাল মিডিয়া ব্যবহারকারী ভিডিও করে ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে লেখেন, ‘এমন দৃশ্য আগে দেখেছেন আপনি? আপনি হলে কি করতেন?’
https://www.instagram.com/reel/CWd113Zjev1/?utm_source=ig_embed&ig_rid=a9feb7b8-72f1-4435-85bc-f4d21af8880e
সূত্রের খবর, এই ঘটনার পরবর্তীতে কর্তৃপক্ষ তাঁদের সমস্ত অর্থ ফিরিয়ে দেওয়া অনুরোধ করেছে। যাতে করে কিছু মানুষ ইতিমধ্যেই অর্থ ফেরতও দিয়ে গিয়েছেন। কিন্তু ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে অর্থ ফেরত না দিলে সমস্যায় পড়তে হতে পারে নাগরিকদের।