ফের বেরিয়ে এল যখের ধন, সরকারি অফিস থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, গয়না! শোরগোল রাজ্যে

বাংলাহান্ট ডেস্ক : গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট তুলে নেওয়ার নোটিশ জারি করে। ঠিক তার পরের দিনই সরকারি অফিসের বেসমেন্ট থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা ও সোনার বিস্কুট। পুলিশ সূত্রে খবর ওই টাকাগুলি অফিসের বেসমেন্টে বেওয়ারিশ অবস্থায় পড়েছিল। ঘটনায় পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে ওই অফিসেরই ৭-৮ জন কর্মীকে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়পুরে। কিছু কর্মী যোজনা ভবন অফিসের বেসমেন্টে আজ সকালে পড়ে থাকতে দেখেন টাকার স্তূপ। এত টাকা কোথা থেকে এল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে উদ্ধার হওয়া টাকার পরিমান প্রায় আড়াই কোটি। এই টাকার সাথে উদ্ধার করা হয়েছে প্রায় এক কেজি মতো সোনা।

পুলিশকে এই খবর প্রথম দেন রাজস্থানের এক শীর্ষ সরকারি কর্তা মহেশ গুপ্ত। খবর পেয়ে পুলিশ হানা দেয় যোজনা ভবনের অফিসে। জয়পুরের পুলিশ কমিশনার আনন্দকুমার শ্রীবাস্তব বলেছেন, “২ কোটি ৩১ লক্ষ টাকা নগদ ও এক কিলো সোনা উদ্ধার হয়েছে জয়পুরের যোজনা ভবনের অফিসের বেসমেন্ট থেকে।

শুধু তাই নয়, আনন্দকুমার শ্রীবাস্তব আরোও জানিয়েছেন, “বাজেয়াপ্ত করা হয়েছে ওই টাকা ও সোনা। টাকা ও সোনা কার সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অফিসের সিসিটিভি ফুটেজ। কেউ বা কারা ওই জায়গায় টাকা ও সোনা রেখে গিয়েছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী অশোক গহলটকেও।”

 jaipur

প্রসঙ্গত, গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হবে। যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে তারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে ওই টাকা জমা দিতে পারবেন। এই বিজ্ঞপ্তি প্রকাশের ঠিক পরের দিনই সরকারি ভবন থেকে এভাবে ২০০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হওয়া নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর