রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং বাংলাতেও! দ্রৌপদী মুর্মুকে ভোট তৃণমূল বিধায়কদের? উঠছে প্রশ্ন

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সমগ্র দেশ জুড়ে রাষ্ট্রপতি নির্বাচনের (President Election) ফল ঘোষণা হয়। দীর্ঘ গণনার পরবর্তী সময়ে অবশেষে দেশের সর্বপ্রথম নাগরিক হিসেবে ‘রাষ্ট্রপতি’ পদে বসলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। একইসঙ্গে তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি বটে। তবে রাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থীর জয়লাভের থেকেও বর্তমানে দেশের রাজনীতিতে ‘ক্রস ভোট’ প্রসঙ্গ বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে অ-বিজেপি দলগুলি যে দ্রৌপদী মুর্মুর পক্ষেই ভোট দিয়েছে, তা গতকাল ভোট গণনার পর স্পষ্ট হয়ে যায়। যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এমনকি সেই আঁচ এসে পড়েছে বাংলাতেও। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর বর্তমানে সকলে নজর রয়েছে বাংলার ‘১ টি’ ভোটের দিকে। ইতিমধ্যেই যেটিকে ক্রস ভোট বলে আখ্যা দিয়েছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আসলে বাংলায় বিজেপির মোট বিধায়ক সংখ্যা ৭০ হলেও দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দিয়েছে ৭১ টি। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তবে কি তৃণমূলের কোনো এক বিধায়ক বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন আর যদি দিয়েও থাকেন, তিনি কে? এ সকল প্রশ্ন ঘিরেই বর্তমানে সরগরম বঙ্গ রাজনীতি।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পক্ষ থেকে পদপ্রার্থী হন দ্রৌপদী মুর্মু, অপরদিকে প্রাক্তন বিজেপি সাংসদ যশবন্ত সিনহাকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় বিরোধী শিবির। তবে এর মাঝে আবার উঠতে শুরু করে ‘ক্রস ভোট’ প্রসঙ্গ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, “বাংলায় আমাদের বিধায়ক সংখ্যা ৭০ হলেও তার থেকে বেশি ভোট পড়বে।” এবং বর্তমানে সেই দৃশ্যই চোখে পড়লো।

এক্ষেত্রে বাংলায় মোট ২৯৪ টি আসন থাকলেও ভোট দেননি দুইজন এবং এক আইএসএফ বিধায়ক ভোট দানে বিরত থাকেন। ফলে ২৯১ টি আসনে হয় ভোট দান। এর মাঝেই চারটি ভোট আবার বাতিলও হয়। তবে শেষ পর্যন্ত দেখা যায়, যশবন্ত সিনহার পক্ষে ভোট গিয়েছে ২১৬ টি এবং বিজেপির পক্ষে ৭১। ফলে বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, বিজেপির বিধায়ক সংখ্যা ৭০ হলেও অতিরিক্ত ‘১ টি’ ভোট এলো কোথা থেকে?

তবে শুধু তাই নয়, এক্ষেত্রে অপর একটু সম্ভাবনার কথা উঠে এসেছে। এদিন খবরের শিরোনামে উঠে আসে বাতিল হওয়ার ‘চারটি’ ভোটের প্রসঙ্গ। এক্ষেত্রে মনে করা হচ্ছেজ বাতিল হওয়া ভোটগুলি তৃণমূলেরই। তবে অপর একটি মহল দাবি করছে যে, এক্ষেত্রে বিজেপি বিধায়কদের ভোট বাতিল হতে পারে। সে ক্ষেত্রে অবশ্য বাংলায় ক্রস ভোটিং-এর সংখ্যা হয়ে দাঁড়াবে ৫!

প্রসঙ্গত, রাষ্ট্রপতি ভোটে কোন বিধায়ক কাকে ভোট দিয়েছেন, তা জানা সম্ভব নয়। তবে যে সময় বিজেপি বনাম বিরোধী জোট নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে চলেছে পরিস্থিতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা থেকে ‘ক্রস ভোটিং’ প্রসঙ্গ শাসক দলকে যে চাপে রাখবে, তা বলা বাহুল্য।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ভোটের এই ফলাফল সামনে আসতেই এদিন শুভেন্দু অধিকারী টুইট করেন, “আমি বলেছিলাম যে, বিজেপির ৭০ টি ভোট দ্রৌপদী মুর্মুর পক্ষে যাবে। একই সঙ্গে আরও একটি ভোট তৃণমূল কংগ্রেসের দিক থেকে এসেছে। বাংলা থেকে মোট ৭১ টি ভোট পেয়েছি আমরা।”

Sayan Das

সম্পর্কিত খবর