এবার মাছের ক্রেতা দাঁড়কাক স্বয়ং,দেখে নিন

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : এখন অভিনব দৃশ্য এ যেন! যারপরনাই অবাক অনান্য ক্রেতারা।মাছের বাজারে কাক মাছের জন্য দরাদরি করছে, এমনটা কখনও চাক্ষুষ হয়েছে কী? তবে এবার অভিজ্ঞ ক্রেতার মতো মাছের জন্য দরাদরি করতে দেখা গেল কেরালার এক কাককে।

দেখা যাচ্ছে মাছের ট্রে-তে বসে আছে একটি দাঁড়কাক। বাজারে সেটা নতুন কিছু নয়। কিন্তু, এই কাক আর পাঁচটা সাধারণ কাকের মতো নয়। মাছের দোকানে বসে দিব্যি দোকানদারের সঙ্গে দর কষাকষি করল কাক। প্রথমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও নাছোড়বান্দা কাকটি।তবে, ছোট মাছ মোটেই পছন্দ নয় কাকটির।কর্কশ রাগত স্বরে চলল প্রতিবাদও। অগত্যা একটু বড় সাইজের একটি মাছ দেওয়া হলে তা মনে ধরল তার। বড় মাছ নিয়ে খোশমেজাজে উড়ে গেলেন কাক বাবাজী।যা দেখে অবাক নেটিজেনরা।

X