স্বচ্ছ ভারত মিশনে নাম লিখিয়েছে কাক! ভাইরাল ভিডিওতে দেখুন নোংরা তুলে ডাস্টবিনে ফেলছে কাক

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ব্যস্ততার জীবনে মানুষকে একটু আনন্দ দেয় স্যোশাল মিডিয়া। আর সেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (viral video) হল এখন উপরি পাওনা। যা দেখে মুহূর্তেই মানুষের মুড বদলে যায়। হাসি থেকে কান্নায়, আবার কখনও কান্না থেকে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে আনন্দের পরিবেশ তৈরি হয়।

সেরকমই প্রতিদিনই কিন্তু হাজার হাজার ভিডিও ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। সবগুলো নেটিজনদের মনে না ধরলেও, তারমধ্যে থেকে বেশ কিছু ভিডিও ভীষণই প্রিয় হয় নেটনাগরিকদের কাছে, যা মুহূর্তেই কয়েক লক্ষ ভিউ হয়ে যায়। বর্তমান সময় বিয়ের মরশুম না হওয়ায়, বিয়ের আসরের নানান মজার দৃশ্য কিছুটা মিশ করছে নেটবাসিন্দারা। তবে পরিবেশ, পশু পাখিরাও কিন্তু পিছিয়ে নেই।

বর্তমান দিনে মানুষ নয়, এক কাকের (crow) স্বচ্ছ ভারত মিশনের ভিডিও ভিয়ারল হয়েছে নেটদুনিয়ায়। প্রথমে দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিও।

https://twitter.com/susantananda3/status/1377521221256966146

ভিডিওতে দেখা যাচ্ছে, চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করছে একটি কাক। মানুষের ফেলা রাখা আবর্জনা এই অবলা জীব অবলীলায় নিজের ঠোঁটে করে তুলে পাশে থাকা ডাস্টবিনে ফেলছে। মানুষের এমনই দশা, পাশে ডাস্টবিন থাকা সত্ত্বেও, তাঁরা যেন কিছুই দেখতে পাননি চোখে, নোংরা ফেলেছে রাস্তার মাঝেই। তাই আর কি করা যাবে, পরিবেশকে পরিষ্কার রাখার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে কাক।

স্যোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে কমেন্টও পড়েছে অনেক। কেউ তো বলেছেন, ‘শিক্ষিত এবং বুদ্ধিমান কাক’। আবার কেউ লিখেছেন ‘বাহ’।

সম্পর্কিত খবর

X