এ কি কাণ্ড! বাবার সই জাল করে যুদ্ধ ঘোষণা করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স? হইচই বিশ্বজুড়ে

বাংলা হান্ট ডেস্ক: এবার সৌদি আরবের (Saudi Arabia) ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি সৌদির প্রাক্তন গোয়েন্দা আধিকারিক সাদ আল-জাবরী দাবি করেছেন যে, মোহাম্মদ বিন সালমান তাঁর বাবা বাদশাহ সালমানের স্বাক্ষর জাল করে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ইতিমধ্যেই BCC-র এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমানের বয়স যখন মাত্র ২৯ বছর ছিল তখন তিনি তাঁর বাবার খারাপ স্বাস্থ্যের সুযোগ নিয়ে এই পদক্ষেপ নেন। জানিয়ে রাখি যে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়।

সৌদি আরবের (Saudi Arabia) ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ:

সৌদি আরবের (Saudi Arabia) ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাঁর প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে এই অবস্থান অর্জন করেছেন। ক্রাউন প্রিন্স হওয়ার পর তাঁর একাধিক পরিকল্পনা ছিল। তবে, তিনি তাঁর নিজের রাজপরিবারের মধ্যে একটি ষড়যন্ত্রের আশঙ্কাও করেছিলেন। ইয়েমেনে যুদ্ধের সময়, যুবরাজ হুথি আন্দোলনের বিরুদ্ধে একটি সামরিক জোটের নেতৃত্ব দেন। যার ফলে সেখানে একটি গুরুতর মানবিক সঙ্কট দেখা দেয়। ব্রিটিশ রাষ্ট্রদূতরা এই সামরিক পদক্ষেপকে ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত করেন। এছাড়াও, খাশোগির হত্যায় যুবরাজের নাম জড়িত থাকার কারণে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে। কারণ হত্যাকাণ্ডে জড়িত ১৫ জনের মধ্যে অনেকেই তাঁর দেহরক্ষী ছিলেন।

Crown Prince of Saudi Arabia declared war by father's fake signature.

সাদ আল-জাবরীর অভিযোগ: প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে কানাডায় বসবাসকারী সাদ আল-জাবরী বলেছেন যে ক্রাউন প্রিন্স তাঁকে হত্যা করতে চান। তাঁর এবং সৌদি সরকারের মধ্যে বিরোধ চলছে এবং সৌদি আরব (Saudi Arabia) তাঁর দুই সন্তানকে বন্দী করে রেখেছে। আল-জাবরী অভিযোগ করেন, মোহাম্মদ বিন সালমান তাঁর রাজনৈতিক ফায়দার জন্য এসব করেছেন।

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার রাজ্যের মহিলাদের ১২,০০০ টাকা দেবে সরকার, হয়ে গেল বিরাট ঘোষণা

এই অভিযোগ কিভাবে প্রভাব ফেলবে: জানিয়ে রাখি যে, মোহাম্মদ বিন সালমান এখন সৌদি আরবের (Saudi Arabia) শাসক। তিনি তাঁর ৮৮ বছর বয়সী পিতার পরিবর্তে এখন বিশ্বব্যাপী নেতাদের সাথে দেখা করেন। এদিকে, এই অভিযোগ এমন এক সময়ে সামনে এসেছে যখন যুবরাজ মোহাম্মদের অবস্থান সৌদি আরবে শক্তিশালী হলেও তাঁর বিরুদ্ধে ওঠা প্রশ্ন এবং অভিযোগগুলি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ফের শুরু আদানির দাপট! কিনতে চলেছেন অনিল আম্বানির এই বন্ধ কোম্পানি! খরচ হবে ৩,০০০ কোটি

শুধু তাই নয়, যেহেতু দাবি তোলা হচ্ছে যে, ক্রাউন প্রিন্স তাঁর বাবার স্বাক্ষর জাল করে যুদ্ধ ঘোষণা করেছিলেন এমতাবস্থায়, এই বিষয়টি সৌদি আরবের (Saudi Arabia) রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এই বিষয়টি শুধু তাঁর ব্যক্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে না বরং, সৌদি আরবের অভ্যন্তরীণ রাজনীতিতেও তোলপাড় সৃষ্টি করতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর