স্বাধীনতা দিবসের দিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন CRPF জওয়ান।

 

 

বাংলা হান্ট ডেস্ক: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের খড়িকা সিআরপিএফ ক্যাম্পে 167 নম্বর ব্যাটেলিয়নের শঙ্কর চাটুই নামের

CRPF জওয়ান স্বাধীনতা দিবসের দিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক  জওয়ান । ১৫ আগস্ট সকালে যখন সকলে স্বাধীনতা দিবস উদযাপন করতে ব্যস্ত, ঠিক সেই সময় সবার নজর এড়িয়ে নিজের ব্যারাকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি ।

 

পরিবার সূত্রের খবর, পারিবারিক অশান্তির জেরেই এই আত্মহত্যা ।বেশ কিছুদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল। তার জেরেই এই আত্মহত্যার পদক্ষেপ।তবে পারিবারিক অশান্তি ছাড়া অন্য কোন কারণ রয়েছে সমস্ত দিক খতিয়ে দেখছে নয়াগ্রাম থানার পুলিশ ।

 

সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে বেরাকে খোঁজ করলে তাকে ঝুলন্ত অবস্তায় দেখতে পান । তড়িঘড়ি তাকে নয়াগ্রাম সুপার ফেসিলিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সম্পর্কিত খবর