রক্ষকই যখন ভক্ষক… ইউটিউবারের পর ‘পাক চর’ সন্দেহে গ্রেফতার CRPF জওয়ান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) সঙ্গে সংঘাতের আবহের পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার কড়াকড়ি বেড়েছে। কিছুদিন আগেই পাকিস্তানের চর হওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। এবার এল আরো গুরুতর খবর। পাকিস্তানে (Pakistan) চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন কাশ্মীরে পোস্টেড একজন সিআরপিএফ জওয়ান।

পাকিস্তানের (Pakistan) চর হওয়ার সন্দেহে গ্রেফতার সিআরপিএফ জওয়ান

জানা গিয়েছে, পাকিস্তানের (Pakistan) কাছে ভারতীয় সেনার কিছু গোপন সংবেদনশীল তথ্য পাঠানোর অভিযোগ উঠেছে সিআরপিএফ জওয়ান মোতীরাম জাটের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA ইতিমধ্যেই গ্রেফতার করেছে মোতীরাম জাটকে। পাতিয়ালা হাউজ কোর্টে তোলার পর ৬ জুন পর্যন্ত তাঁকে হেফাজতে নিয়েছে NIA। জানা যাচ্ছে, সাব ইন্সপেক্টর পদে কর্মরত মোতীরামের কর্মস্থল ছিল কাশ্মীর। সেখানেই পোস্টেড ছিলেন তিনি।

CRPF jawan arrested for allegedly being Pakistan spy

তুলে দেওয়া হয়েছে NIAর হাতে: সোশ্যাল মিডিয়ায় মোতিরামের (Pakistan) অবাধ বিচরণ দেখেই নাকি প্রথমে সন্দেহ হয় সিনিয়রদের। সিআরপিএফ কর্তারা প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তারপর তাঁকে তুলে দেওয়া হয় NIA এর হাতে। ইউপিএ আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরো পড়ুন : যাত্রী স্বাচ্ছন্দ্যই শেষ কথা, দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের উত্তরবঙ্গে তিনটি রুটে এসি বাস চালু এনবিএসটিসি-র

সাম্প্রতিক সময়ে গ্রেফতার একাধিক: সাম্প্রতিক সময় পাকিস্তানি (Pakistan) চর সন্দেহে একাধিক গ্রেফতারির খবর সামনে এসেছে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা ছাড়াও মহম্মদ তারিফ নামে এক ‘ডাক্তার’কে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দিল্লিতে পাক হাই কমিশনে কর্মরত দুজন পাকিস্তানি (Pakistan) নাগরিককে ভারতীয় সামরিক তথ্য পাচার করার অভিযোগ উঠেছে।

আরো পড়ুন : মঙ্গলবার থেকেই সাইক্লোনের তাণ্ডব? ৯০ কিমি বেগে ঝড়, বাংলার কোথায় কোথায় প্রভাব পড়বে?

উত্তরপ্রদেশের রামপুরের ব্যবসায়ী শাহজাদকেও নিজেদের হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গাজালা নামে এক মহিলাকে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পঞ্জাব থেকেও আইএসআই এর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই ব্যক্তি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X