দীঘায় এবার গোয়া ভাইবস্! মিলবে বিলাসবহুল ক্রুজে চড়ার সুযোগ, দেখুন বুকিং থেকে শুরু করে খরচ

বাংলাহান্ট ডেস্ক : গোয়ার আনন্দ এবার দীঘায় (Digha)! শুনে অবাক লাগলেও এটাই সত্যি। সারা বছর দীঘায় পর্যটকদের কম ভিড় হয় না। দেশ-বিদেশ থেকে পর্যটকরা দীঘার সমুদ্র সৈকতে আসেন। সেই সকল পর্যটকদের কথা মাথায় রেখে এবার দীঘায় চালু হতে চলেছে প্রমোদতরী। বিলাসবহুল প্রমোদতরীর নাম দেওয়া হয়েছে এমভি নিবেদিতা। এই প্রমোদতরীতে পর্যটকদের বিনোদনের জন্য নানান ধরনের ব্যবস্থা থাকবে। ডিজের তালে তালে নাচ, গান,  খাওয়া-দাওয়া, গান বাজনা আরো কত কি!

একসময় দীঘা বলতে শুধুমাত্র সমুদ্রস্নান বুঝতেন পর্যটকরা। তবে ক্রমে ক্রমে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সবই গড়ে উঠেছে। এসব কিছুকে এবার টেক্কা দিতে চলেছে বিলাসবহুল প্রমোদতরী। দীঘায় গিয়ে সমুদ্র স্নানের পাশাপাশি সমুদ্র বক্ষে ভ্রমণ যেন বড় প্রাপ্তি হতে চলেছে পর্যটকদের কাছে। আগামী জুলাই মাস থেকেই সমুদ্র বক্ষে পর্যটকদের জন্য ‘এম ভি নিবেদিতা’ নামের প্রমোদতরী বা ক্রুজ চালু হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাজসজ্জার কাজ।

   

আরোও পড়ুন : ‘ভারত হিন্দু রাষ্ট্র নয়, তা প্রমাণিত’ বিজেপিকে নিশানা করে যা বললেন অমর্ত্য সেন! তোলপাড়

বর্ষাকালে দীঘায় এবার পাওয়া যাবে গোয়ার স্বাদ। সমুদ্র বক্ষে প্রমোদভবন চালু করার জন্য ইতিমধ্যেই পরিকাঠামাগত সমস্ত কাজ শেষ। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথি মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য এই প্রসঙ্গে জানিয়েছেন, “প্রমোদতরীর ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে। আগামী জুলাইয়ে পর্যটকদের নিয়ে প্রমোদতরী সাগরসফর শুরু করবে বলে আশা করছি আমরা।”

582455550digha main

বাতানুকূল এই প্রমোদতরীটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রবক্ষে ভ্রমণ সহ গান-বাজনা খাওয়া-দাওয়া সহ দুর্দান্ত ব্যবস্থা থাকছে। থাকছে মোট ২ টি ডেক। ৮০ টি আসন থাকছে যাত্রীদের বসার জন্য। দিঘার নায়েকালী মন্দির প্রাঙ্গনে নতুন পল্টুন জেটি তৈরি করা হয়েছে। সেখানে যাওয়ার রাস্তাটি ও কংক্রিটের তৈরি করা হয়েছে। প্রমোদতরী এম ভি নিবেদিতা এখন চম্পা নদীর মোহনায় নোঙর করা রয়েছে। চম্পা নদী ও মোহনা তীরবর্তী এলাকায় সমুদ্র সফর করতে পারবেন পর্যটকরা। তবে প্রমোদ ভ্রমণে কত খরচ করতে হবে তা জানা যায়নি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর