বাংলাহান্ট ডেস্ক : হ্যালোইন উৎসবে যোগ দিতে শামিল হয়েছিলেন কাতারে কাতারে মানুষ। আনন্দের মধ্যেই হঠাৎ নেমে এল বিষাদের ছায়া। সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। হ্যালোইন উৎসবে গত শনিবার মধ্যরাতে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অগণিত মানুষ।
সূত্রের খবর, ১৫১ জন মৃতদের মধ্যে রয়েছেন ১৯ জন বিদেশি নাগরিক। এছাড়াও অসংখ্য কিশোর-কিশোরী ও যুবক যুবতী এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়। এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যাচ্ছে না ৩৫০ এরও বেশি মানুষের। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। মর্মান্তিক এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তা এখনো প্রশাসনের কাছে স্পষ্ট নয়।
হ্যালোইন উৎসব পশ্চিমি দুনিয়ায় খুবই বিখ্যাত। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকরা হ্যালোইন উৎসবে নানান ধরনের মজার ভুতুড়ে পোশাক পড়ে উৎসবে শামিল হন। দক্ষিণ কোরিয়াতে এই উৎসবের ধারা প্রচলিত আছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের (Seol) ইটেওন এলাকায় শনিবার রাতে এই উৎসবে শামিল হতে এসেছিলেন প্রচুর সংখ্যক মানুষ। নাচ-গান,খাওয়া-দাওয়ার মাধ্যমে অসংখ মানুষ মেতে উঠেছিলেন আনন্দে।
আনন্দ উৎসবের মাঝে হঠাৎ উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে সকলেই হুড়োহুড়ি শুরু করেন। তবে, বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে জানা গিয়েছে, এলাকাটিতে অসংখ্য সংকীর্ণ গলি থাকায় উদ্ধার কার্য চালাতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের। এই ঘটনার তদন্তের জন্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন। তবে কি কারনে এত বড় দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।