বড় খবরঃ সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে প্রকাশ্যে এলো রিপোর্ট, হল অনেক রহস্যের উন্মোচন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের (Sushant singh rajput) মৃত্যুর মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেন্ট্রাল ফরেন্সিক সাইন্স ল্যাব (Central Forensic Science Laboratory – CSFL) এর সুত্র থেকে জানা গিয়েছে যে, সুশান্তের মৃত্যুর মামলায় হত্যার কোনও প্রমাণ পাওয়া যায় নি। CSFL সুশান্ত সিং রাজপুতের মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ক্রাইম সিন রিক্রিয়েশন করেছিল। সেখানে তাঁরা প্রায় নিশ্চিত হয় যে, সুশান্তের মৃত্যু ফাঁসি দেওয়ার কারণেই হয়েছিল। CSFL নিজের এই রিপোর্ট সিবিআই এর হাতে তুলে দিয়েছে।

CSFL এর রিপোর্ট অনুযায়ী, এটিকে পার্শিয়াল হ্যাঙ্গিং বলা হয়েছে। এরমানে এই যে, মৃত ব্যাক্তির পা ফাঁসির সময় সম্পূর্ণ ভাবে হাওয়ায় ছিল না। মানে, পা জমির কাছাকাছি ছিল, অথবা বেড অথবা কোন স্টুলের মতো বস্তুর সাহায্যে টিকে ছিল। ক্রাইম সিন রিক্রিয়েশন আর পাখায় ঝুলে থাকা কাপরের স্ট্রেন্থ টেস্টিংয়ের পর CSFL এই রিপোর্ট প্রস্তুত করেছে।

সুত্র থেকে জানা যায় যে, CSFL রিপোর্টে জানিয়েছে যে, সুশান্ত নিজের হাত ব্যবহার করেই ফাঁসিতে ঝুলেছিল। রিপোর্ট অনুযায়ী, উনি নিজের ডান হাত ব্যবহার করে নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। গলায় লিগচার চিহ্নের অবস্থান বিশ্লেষণ প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।

কেবল ডান হাত ব্যবহারকারী ব্যক্তিই এইভাবে ফাঁসিতে ঝুলতে পারে। প্রতিবেদনে জানানো হয়েছে যে সুশান্তের ঘর থেকে উদ্ধারকৃত কাপড়টি ফাঁসি লাগানর জন্য ব্যবহার করা হয়েছে।

X