মেয়াদ শেষ হওয়ার আগেই রায়না-হরভজনের সঙ্গে চুক্তি বাতিল করল CSK

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে শুরু হয়েছে আইপিএল। তবে আইপিএল শুরু হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে চেন্নাই সুপার কিংসের দুই অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিং এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। আর এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি ভালভাবেই বুঝতে পারছে চেন্নাই সুপার কিংস। কারণ ইতিমধ্যে আইপিএলে চেন্নাই তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয়লাভ করেছে, হারতে হয়েছে দুটিতে। একটি ম্যাচে জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস।

রায়না এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে কয়েক দিন আগেই চেন্নাই সুপার কিংসের সরকারি ওয়েবসাইট থেকে সুরেশ রায়নার নাম মুছে ফেলে সিএসকে টিম ম্যানেজমেন্ট। এবার সুরেশ রায়না এবং হরভজন সিংয়ের সঙ্গে চুক্তি বাতিল করল চেন্নাই সুপার কিংস।

সুরেশ রায়না এবং হরভজন সিংয়ের সঙ্গে 2018 সালে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয় চেন্নাই সুপার কিংস। অর্থাৎ 2021 সাল পর্যন্ত এই দুই ক্রিকেটারের সিএসকের জার্সি পড়ে আইপিএল খেলার কথা রয়েছে। তবে তার আগেই চুক্তি ভঙ্গ করে দিল সিএসকে টিম ম্যানেজমেন্ট। এর ফলে এবার আইপিএলতো বটেই আগামী বছর আইপিএলেও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না এই দুই তারকাকে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় সুরেশ রায়নাকে ফিরিয়ে আনার জন্য জোর দাবি উঠতে শুরু করে। আর এবার সেই সমস্ত রাস্তা পুরোপুরি ভাবে বন্ধ করে দিল চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট।

সম্পর্কিত খবর

X