বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়ার্নারের দুরন্ত ব্যাটিং সম্মান রক্ষা করতে পারল না দিল্লি ক্যাপিটালসের। অধিনায়ক হিসেবে একক ভাবে লড়ে দলের লজ্জা বাঁচাতে পারলেন না তিনি। টসে জিতে ধোনির চেন্নাই সুপার কিংস আজ ডেভন কনওয়ে (৮৭), রুতুরাজ গায়কোয়াডের (৭৯) দুর্দান্ত ওপেনিং জোটের পর শিবম দুবে (২২) এবং রবীন্দ্র জাদেজার (২০) ক্যামিওতে ভর করে ২২৩ রানের স্কোর করেছিল।
এরপর রান তাড়া করতে নেমে শুধুমাত্র দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার একা লড়লেন। ৫৮ বলে সাতটি চার এবং পাঁচটি ছক্কা সহ ৮৬ রান করলেন তিনি। কিন্তু অন্য কোনও ব্যাটার তাকে সঙ্গ দিতে পারলো না। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানেই শেষ হলো তাদের ইনিংস।
অসাধারণ বোলিং করলেন দীপক চাহার, মাথিশা পাথিরানা এবং মহেশ থিকসেনা। তিনজনই অত্যন্ত কৃপণ বোলিং করেন। চাহার ৩ উইকেট নেন এবং দুই শ্রীলঙ্কান তরুণ নেন ২টি করে উইকেট। একটি উইকেট নেন তুষার দেশপান্ডে।
এই জয়ের ফলে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানেই রয়ে গেল চেন্নাই সুপার কিংস। আজ যদি লখনৌ সুপারজায়ান্টস বড় ব্যবধানে না জিততে পারে তাহলে দ্বিতীয় স্থানে থেকেই তারা প্লে অফে যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে তারা দুইবার সুযোগ পাবে ফাইনালে পৌঁছানোর। এই নিয়ে ১৪ বার আইপিএলে অংশ নিয়ে ১২ বারই প্লে অফে পৌঁছে গেলো সিএসকে।