বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন থেকেই চেন্নাইয়ে নিজেদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরই এই প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না সহ আরও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। ক্যাম্পে রয়েছেন পীযূষ চাওলা, দীপক চাহার এর মত ক্রিকেটাররাও। তবে চেন্নাইয়ের প্রস্তুতি শিবিরে যোগদান করেননি আইপিএলের অন্যতম সিনিয়র ক্রিকেটার তথা প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। এই মুহূর্তে তিনি পাঞ্জাবে নিজের বাড়িতেই রয়েছেন।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে চেন্নাইয়ের এই প্রস্তুতি শিবিরে যোগদান করতে পারবেন না হরভজন সিং। তিনি পাঞ্জাব থেকেই সোজা উড়ে যাবেন আরব আমিরশাহীতে। জানা গিয়েছে এই মুহূর্তে খুবই অসুস্থ হয়ে পড়েছেন হরভজন সিংয়ের মা, আর তাই তিনি বাড়িতে নিজের মায়ের কাছেই রয়েছেন। সেই কারণেই চেন্নাইয়ের প্রস্তুতি শিবিরে যোগদান করতে পারেননি হরভজন সিং। জানা গিয়েছে দু’সপ্তাহ পর মরু দেশে উড়ে যাবেন হরভজন সিং। শুধু হরভজন সিং একাই নাম চেন্নাইয়ের শিবিরে যোগদান করতে পারেননি তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার শার্দুল ঠাকুরও।