KKR-র বিদায়ের সাথে তৈরি হল নতুন ইতিহাস, এমন নজির আগে কোনদিনও হয়নি IPL-এ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এমন দিন যে দেখতে হবে তা আশা করেননি কোনও ক্রিকেটপ্রেমীরাই। কিন্তু বিশ্বাস করতে অসুবিধা হলেও এমনটাই হলো। কাল কলকাতা নাইট রাইডার্স আইপিএল প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে মাঠে নেমেছিল। কিন্তু সেই ম্যাচে তাদের উদ্দেশ্য সফল হয়নি। কাল ম্যাচ শেষে বৃথা গেল রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ারদের মরিয়া লড়াই। তাই চলতি আইপিএলে প্লে অফ অভিযান শেষ হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের। ডি কক এবং লোকেশ রাহুলের দুরন্ত ব্যাটিংয়ের পর মহসিন খানের দুরন্ত বোলিংয়ে ভর করে শীর্ষ দুইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করলো লোকেশ রাহুলরা।

এবার যদি ক্রিকেটপ্রেমীদের কাছে প্রশ্ন তোলা হয় যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল তিনটি দলের নাম তাহলে বেশিরভাগ মানুষের জবাবই এক হবে। নাম তিনটি হবে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ১৪ টি মরশুমের মধ্যে ১১টি মরশুমেই ট্রফি জিতেছে এই তিনটি দলের মধ্যে কেউ না কেউ। তবে চলতি মরশুমে প্ৰথমবার এই তিনটি দলের একটি দলও থাকছে না আইপিএলের লিগ টেবিলের টপ ফোরে। এমনটা আগে কখনোই হয়নি।

csk ipl

কাল ডি কক এবং লোকেশ রাহুলের ব্যাট কথা বলছিল তখন অসহায় দেখিয়েছে নাইট বোলারদের। গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা টিম সাউদি কাল ৫৭ রান বিলিয়েছেন। সেইসঙ্গে কালকের কেকেআরের ম্যাচের আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা রাসেলও চূড়ান্ত ফ্লপ। ফলে রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ারদের মরিয়া লড়াইয়ে লাভ হয়নি।

চেন্নাই সুপার কিংস চলতি মরশুমে দু বার অধিনায়ক বদল করেছে। প্রথমে জাদেজার হাতে অধিনায়কত্ব দেওয়া হলেও পরে তা ফের মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দেওয়া হয়। ফলে দলে অনেক কিছু পরিবর্তন হয়। চোট আঘাতও যার মধ্যে একটা বড় অংশ ছিল। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা যতদিনে সঠিক টিম কম্বিনেশন খুঁজে পেয়েছেন, ততদিনে তাদের প্লে অফের আশাও শেষ হয়ে গিয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর