চেন্নাইয়ের শিরে সংক্রান্তি, ম্যাচ ছেড়ে বাংলাদেশ ছুটলেন মুস্তাফিজুর, অথৈ জলে CSK

বাংলা হান্ট ডেস্ক : দিল্লি ছেড়ে দিলেও মিনি নিলামে দলে টেনেছিল চেন্নাই। তবে এবার সেই চেন্নাইকেই (Chennai Super Kings) মাঝপথে ছেড়ে বাংলাদেশে ফিরে গেলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তারপর থেকে বড়োই বিড়ম্বনায় পড়েছে CSK। এই মুহূর্তে দলের সেরা বোলারদের মধ্যে একজন ছিলেন তিনি। তিনটে ম্যাচে সাতটা উইকেট নিয়ে সিরিজ শুরু করেছিলেন মুস্তাফিজুর।

প্রতিটা সিজনেই একটা কমন সমস্যা দেখা যায় বাংলাদেশের খেলোয়াড়দের সাথে। বেশিরভাগ সময়ই দেখা যায়, তারা পুরো সিজন না খেলে মাঝপথেই খেলা ছেড়ে দেশে ফিরে যান। যে কারণে সিজনের মাঝপথে সমস্যায় পড়ে যায় দল। এবারও তার অন্যথা হলনা। গুরুত্বপূর্ণ সময়ে CSK কে ছেড়ে দেশে ফিরে গেলেন মুস্তাফিজুর।

যদিও অন্যান্যবার মূলত আন্তর্জাতিক ম্যাচের কারণে খেলার মাঝেই দেশে ফিরে যান তারা তবে এবারের কারণটা একটু ভিন্ন। সূত্রের খবর, ভিসা সংক্রান্ত কোনও কাজ করতে দেশে ফিরে গেছেন তিনি। আসন্ন টি২০ বিশ্বকাপের আগে ভিসার সংক্রান্ত কোনও সমস্যা তৈরি হওয়ায় তাকে বাধ্যতামূলকভাবে যেতে হয়েছে বলে খবর। অর্থাৎ, আগামী ৫ এপ্রিল সানরাইজার্সের বিরুদ্ধে তাকে আর মাঠে দেখা যাবেনা।

আরও পড়ুন : আমেরিকা টপে, দ্বিতীয় চীন! খেল দেখাল ভারত, প্রকাশ্যে বিশ্বের সেরা শক্তিশালী দেশের তালিকা

এমতাবস্থায় ভালোরকম সমস্যায় পড়ে গিয়েছে CSK। কারণ, এভাবে সিজনের মাঝে মুস্তাফিজুরকে দেশে ফিরতে হবে তা নিয়ে অবগত ছিলনা চেন্নাই। তাই তার হঠাৎ চলে যাওয়ায় বিকল্প খুঁজতে বেগ পেতে হচ্ছে দলকে। মুস্তাফিজুর যদিও জানিয়েছেন যে, তিনি আপাতত একটা ম্যাচই খেলতে পারবেননা। তবে ভিসা সংক্রান্ত কাজে কোনও সমস্যা তৈরী হলে তিনি আটকে যেতেও পারেন। সেক্ষেত্রে CSK-কে লম্বা সময়ের জন্য বিকল্প খুঁজতে হবে।

আরও পড়ুন : ১০ বছর পর ফিরছে বড় টুর্নামেন্ট! পাকিস্তান সুপার লিগ আর IPL টিমের মধ্যে হবে টক্কর

csk

প্রসঙ্গত উল্লেখ্য, সানরাইজার্সের পর CSK-র খেলা রয়েছে KKR-র। এখন নাইটদের তাবড় ব্যাটিং লাইনের সামনে চেন্নাই কাকে নামায় সেটাই দেখার বিষয়। তবে আপাতত SRH-এর বিরুদ্ধে লড়াইটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে CSK-র জন্য। আগামী ৫ তারিখ মুস্তাফিজুরের বদলে দল কাকে নির্বাচন করে সেটা তো সময়ই বলবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর