ধোনি নন, তার শিষ্যকেই চেন্নাইয়ের প্রধান তারকা বাছলেন প্রাক্তন ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্ক: কেরিয়ারের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বড়জোর এক বা দুই বছর হয়তো মাঠে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ধোনির উত্তরসূরি হিসেবে দেখছেন রবীন্দ্র জাদেজাকে। ধোনির অবর্তমানে স্যার জাদেজাকে গুরুত্ব দিয়ে দল করা উচিত চেন্নাই সুপার কিংস এর, মনে করেন ভন।

একটি বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইটকে ভন বলেন,’ আমার তো মনে হয় ধোনি খুব জোর হলে এক বা দু’বছর খেলা চালিয়ে যেতে পারবে। ওর অন্ধ ভক্তরা হয়তো বলবে, ধোনি এখনও অনেক দিন খেলা চালিয়ে যেতে পারবে। কিন্তু সেটা সম্ভব নয়। একটা বয়সের পর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি যদি চেন্নাই ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতাম তাহলে ধোনি পরবর্তীকালে রবীন্দ্র জাদেজাকে ঘিরে দল সাজাতাম। ও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিনটি বিভাগ এই অত্যন্ত দক্ষ। পাশাপাশি ওর মানসিকতাও অত্যন্ত ইতিবাচক। ‘

সোমবার রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের। ওই ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন জাদেজা। যার মধ্যে রয়েছে জস বাটলারের উইকেট। এছাড়া চার চারটি ক্যাচ নেন এই ভারতীয় অলরাউন্ডার। চেন্নাইয়ের জয়ের পিছনে জাদেজার এই পারফরম্যান্সের অত্যন্ত বড় ভূমিকা রয়েছে।

ভন বলেন,’ জাদেজা এমন একজন ক্রিকেটার, যাকে আপনি চার বা পাঁচ নম্বর, যে কোন পজিশনে ব্যাট করতে পাঠাতে পারেন। ওকে দিয়ে বোলিং শুরু করা যেতে পারে। তবে এটা নির্ভর করছে উল্টোদিকে ক্রিজে কোন ব্যাটসম্যান রয়েছে তার ওপর। পাশাপাশি যে কোনও পজিশনে ফিল্ডিং করার ক্ষেত্রে ওর জুড়ি মেলা ভার।’

শোনা যাচ্ছে, ধোনি পরবর্তীকালে স্যাম কুরানকে ঘিরে দল বানাতে পারে চেন্নাই। কিন্তু মাইকেল ভন মনে করছেন, এখনই এতো বড় দায়িত্ব নেওয়ার পক্ষে কুরান উপযুক্ত নন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমাদের মধ্যে অনেকে বলাবলি করছে, চেন্নাই স্যাম কুরানকে ঘিরে ভবিষ্যতের দল বানাতে চায়। কিন্তু আমার মনে হয় না এত বড় দায়িত্ব নেওয়ার জন্য ও মানসিকভাবে এখনও তৈরি। ওকে আরও চার থেকে পাঁচ বছর সময়ে দেওয়া উচিত। সঠিক মানসিকতা তৈরির জন্য। এখনই ওর উপর চাপ দেওয়া উচিত নয়। ‘

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর