বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2023) নতুন মরশুম শুরু হতে বাকি আর মাত্র দুই মাস। ডিসেম্বরের মিনি অকশনের পর থেকেই নতুন মরশুমের মিলিয়ন ডলার লিগ নিয়ে নানান দলের ভক্তদের নানান রকম প্রত্যাশা তৈরি হতে শুরু করে দিয়েছে। গতবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তৎকালীন সদ্য জন্ম নেওয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স (Gujrat Titans)। মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো ধারাবাহিক সফল দলগুলি চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। ২০২৩-এর আইপিএলে কোন কোন চমক লুকিয়ে থাকে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা।
এরই মধ্যে চেন্নাই সুপার কিংস ভক্তদের জন্য একটা সুখবর শেষ হয়ে গেল। আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। দীর্ঘদিন পর ফের একবার চেন্নাইয়ের দর্শকদের সামনে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে তাকে। সেই নিয়ে অত্যন্ত আগ্রহী হয়ে আছেন সিএসকে ভক্তরা।
করোনার কারণে গত তিন বছর স্বাভাবিকভাবে আয়োজিত হতে পারে আইপিএল। প্রথমে ২০২০ ও ২০২১-এর আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত করতে হয়েছিল। গতবছরের দেশের মাটিতে আরম্ভ হলেও নির্দিষ্ট কয়েকটি ভেন্যু ছাড়া অন্য কোনও মাঠে খেলা হয়নি? তাই সিএসকে ভক্তরা তাদের প্রিয় ক্যাপ্টেন কুলকে বহুদিন চিপকের মাঠে ছক্কা মারতে দেখেননি।
সম্প্রতি মহেন্দ্র সিংহ ধোনির অনুশীলনের একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের হলুদ প্যাড পড়ে ব্যাটিং করছেন মাহি। তাকে স্টেপ আউট করে বড় বড় ছক্কা মারতেও দেখা দিয়েছে। ভক্তরা ওই ভিডিও দেখে অত্যন্ত উৎসাহিত হয়ে পড়েছেন তাকে নিয়ে।
The preparation has started for MS Dhoni ahead of IPL 2023. pic.twitter.com/FUapARmL4P
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 19, 2023
ধোনি আগেই জানিয়েছিলেন যে ২০২৩ আইপিএল তার শেষ আইপিএল হতে পারে। চেন্নাইয়ের মাটিতে নিজের প্রিয় দলের সমর্থকদের সামনেই ক্রিকেটের মঞ্চকে চিরকালের মতো বিদায় জানাতে চান মাহি। ভবিষ্যতে সিএসকের অধিনায়কত্বকে পাবেন সেই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলের ম্যানেজমেন্ট। মিনি অকশনে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে দলে নেওয়া হয়েছে। ধোনির পর তিনিই সিএসকের নেতৃত্বের দায়িত্ব পাবেন, এমনটা আশঙ্কা করা হচ্ছে. কারণ গত বছর জাদেজার নেতৃত্বে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি দল। তাই মাঝপথেই ফের ধোনিকে অধিনায়কত্ব ফেরত নিতে হয়েছিল।