CSK-র বিরুদ্ধে ২৭ বছরের এই ক্রিকেটার হবেন শ্রেয়সের তুরুপের তাস, বদলে দিতে পারেন ম্যাচের রঙ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে টাটা আইপিএল ২০২২। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হতে চলেছে জাদেজার সিএসকে। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করে নতুন ভাবে পথ চলা শুরু হবে আজ নাইটদের। কলকাতা নাইট রাইডার্স দলে অনেক ম্যাচ উইনার খেলোয়াড় রয়েছেন, যারা কয়েক বলে ম্যাচের ফলাফল পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন। তাদের মধ্যে থেকে অধিনয়ক শ্রেয়াস আইয়ারের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন ২৭ বছর বয়সী ভেঙ্কটেশ আইয়ার। সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অনেক রান করেছেন তিনি। ওপেনিংয়ে তো দুর্দান্ত ছিলেনই, ভারতের হয়ে মিডল অর্ডারেও নিজেকে প্রমাণ করেছেন। সেই সঙ্গে প্রয়োজনে কয়েক ওভার হাতও ঘোরাতে পারবেন ভেঙ্কটেশ।

আইপিএল ২০২১-এ, কেকেআর ফাইনাল পর্যন্ত পৌঁছনোর পেছনে সবচেয়ে বড় অবদান ভেঙ্কটেশ আইয়ারের। ১০ ম্যাচে ৩৭০ রান করার পাশাপাশি তিনি তিনটি উইকেটও নিয়েছিলেন। তার বিপজ্জনক ব্যাটিং দেখে বিপক্ষ বোলাররা চাপে পরে যান। ব্যাট হাতে ভারতের হয়েও ভালো পারফরম্যান্স করে গোটা বিশ্বে নাম কুড়িয়েছেন এই খেলোয়াড়। তার ক্লাসিক ব্যাটিং দেখে সকলেই মুগ্ধ। সৌরভ গাঙ্গুলির অন্ধ ভক্ত এই ক্রিকেটারের বয়স এখন মাত্র ২৭ বছর। তার দুর্দান্ত ব্যাটিং দেখে কেকেআর দল তাকে রিটেন করেছিল।

IMG 20210930 114139

তবে ভেঙ্কটেশ আইয়ার দুরন্ত ফর্মে থাকলেও এই ম্যাচে নামার আগে বেশ কয়েকটি সমস্যাও রয়েছে কেকেআরের। তার মধ্যে প্রথমটি হল বিদেশি ফাস্ট বোলারের অভাব। প্যাট কামিন্স প্রথম পাঁচ ম্যাচে নেই, সাউদিও এখনও অবধি এসে পৌছাননি। কাজেই পেস বোলিংয়ে বিশেষ করে ডেথ ওভারে ভালো অপশন বলতে একমাত্র রাসেল। কাজেই ফিট থাকার ওপর অনেক কিছু নির্ভর করে থাকবে। দলে এই মুহূর্তে কার্যকর ডেথ বোলারের অভাব রয়েছে।

আজ হয়তো উমেশ যাদবকে দিয়েই বোলিং ওপেন করাবেন শ্রেয়স। তাকে মূলত মিডল ওভার এবং পাওয়ারপ্লে-এর দায়িত্বটা সামলে দিতে হবে। ডেথ বোলিংয়ের দায়িত্বটা মূলত আন্দ্রে রাসেল আর মাভির ওপরেই থাকবে। সেই সঙ্গে বলা যায় ব্যাটিংয়ে ফ্লপ করলেও গত মরশুমে অধিনায়ক মরগ্যান কিন্তু প্রশংসিত হয়েছিলেন৷ নতুন ক্যাপ্টেন শ্রেয়স অনেকদিন অধিনায়কত্ব করেননি। তিনি এই ভূমিকায় কত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারেন, তার ওপরে অনেক কিছু নির্ভর করে থাকবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর