কলকাতার হয়ে এই ক্রিকেটার সামলাবেন ওপেনিং-র দায়িত্ব, হবেন ভেঙ্কটেশ আইয়ারের নতুন সঙ্গী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে টাটা আইপিএল ২০২২। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হতে চলেছে জাদেজার সিএসকে। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করে নতুন ভাবে পথ চলা শুরু হবে আজ নাইটদের। কলকাতা নাইট রাইডার্স দলে অনেক ম্যাচ উইনার খেলোয়াড় রয়েছেন, যারা কয়েক বলে ম্যাচের ফলাফল পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন। তাদের মধ্যে থেকে অধিনয়ক শ্রেয়াস আইয়ারের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন ২৭ বছর বয়সী ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অনেক রান করেছেন তিনি। ওপেনিংয়ে তো দুর্দান্ত ছিলেনই, ভারতের হয়ে মিডল অর্ডারেও নিজেকে প্রমাণ করেছেন। তবে কেকেআরের হয়ে ওপেন করতেই দেখা যাবে তাকে যদি না সুনীল নারায়ণকে ওপেনিংয়ে তুলে এনে ফাটকা খেলার চেষ্টা করেন শ্রেয়স। সেই সঙ্গে প্রয়োজনে কয়েক ওভার হাতও ঘোরাতে পারবেন ভেঙ্কটেশ।

আইপিএল ২০২১-এ, কেকেআর ফাইনাল পর্যন্ত পৌঁছনোর পেছনে সবচেয়ে বড় অবদান ভেঙ্কটেশ আইয়ারের। ১০ ম্যাচে ৩৭০ রান করার পাশাপাশি তিনি তিনটি উইকেটও নিয়েছিলেন। তার বিপজ্জনক ব্যাটিং দেখে বিপক্ষ বোলাররা চাপে পরে যান। ব্যাট হাতে ভারতের হয়েও ভালো পারফরম্যান্স করে গোটা বিশ্বে নাম কুড়িয়েছেন এই খেলোয়াড়। তার ক্লাসিক ব্যাটিং দেখে সকলেই মুগ্ধ। সৌরভ গাঙ্গুলির অন্ধ ভক্ত এই ক্রিকেটারের বয়স এখন মাত্র ২৭ বছর। তার দুর্দান্ত ব্যাটিং দেখে কেকেআর দল তাকে রিটেন করেছিল।

ajinkya rahane

তবে তিনি একা নন, এবার ওপেনিংয়ে তাকে যোগ্য সঙ্গত দিতে তৈরি গত নিলামে কেকেআরের অংশ হওয়া অভিজ্ঞ তারকা অজিঙ্কা রাহানে। তিনি সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়েছেন। অফফর্মের কারণে প্রবল সমালোচনার শিকার হয়েছেন। আইপিএল ২০২২ তার কাছে হবে একটি জবাব দেওয়ার মঞ্চ। বাঁ হাতি আক্রমণাত্মক ভেঙ্কটেশ আইয়ারের সাথে ডান হাতি ধীর-স্থির অজিঙ্কা রাহানের জুটি একবার নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করে নিলে সমস্যায় পড়তে হবে বাকি দলগুলিকে।

এর আগে দীর্ঘদিন আইপিএলে নিজের দলের হয়ে ওপেনিংয়ের দায়িত্ব পালন করেছেন অজিঙ্কা রাহানে। ২০১১ সালে রাজস্থান রয়্যালস তাকে কিনেছিল। এরপর ওপেন করেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ওপেনিংয়ে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরিও আছে তার সিভিতে। তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও পৃথ্বী শ-এর সাথে জুটি বেঁধে ওপেন করেছেন। তার প্রচুর অভিজ্ঞতা আছে, যা কেকেআর দলের কাজে আসতে পারে। তিনি আইপিএলের ১৫১ টি ম্যাচ খেলে ২টি শতরান সহ ৩৯৪১ রান করেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর