জয় দিয়ে অভিযান শুরু করতে চায় KKR-CSK, এমন হতে পারে দু’দলের প্রথম একাদশ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ শুরু হচ্ছে আজ থেকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। মেগা ইভেন্ট শুরু হওয়ার মাত্র মাত্র দিন তিনেক আগে, মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার জায়গায় এখন এই দায়িত্ব দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। এর মধ্য দিয়ে আইপিএলে ধোনির অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়ে গেল। ২০০৮ সাল থেকে এই দলের সাথে যুক্ত ধোনি চেন্নাইয়ের হয়ে ৪ টি শিরোপা জিতেছেন। চেন্নাই সুপার কিংস গত বছরই শিরোপা জিতেছিল এবং শিরোপা জয়ের দিক দিয়ে আইপিএলের দ্বিতীয় সবচেয়ে সফল দল। নিজেদের শিরোপা রক্ষার অভিপ্রায় নিয়ে এ বছর মাঠে নামবে সিএসকে।

নাইটদের স্পিন বিভাগ অত্যন্ত শক্তিশালী। সেই শক্তিশালী আক্রমণকে সামলাতে বেশিরভাগ দেশীয় ক্রিকেটারদেরই ব্যাটিং অর্ডারে রাখবেন জাদেজা। মাঠে তাকে সবরকম ভাবে সাহায্য করবেন ধোনি। প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে দলে রায়ডু, উথাপ্পা ও শিবম দুবের মতো তারকারা থাকবেন। ওপেনিং করবেন ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড এবং ডেভন কনওয়ে।

রবিন উথাপ্পা ৩ নম্বরে এবং আম্বাতি রায়ডু ৪ নম্বরে সুযোগ পেতে পারেন। পাঁচ নম্বরে আসতে পারেন জাদেজা। এর পর নামতে পারেন শিবম দুবে, ধোনি এবং ডোয়াইন ব্রাভো। বোলিং নিয়ে একটু বেকায়দায় সিএসকে। দীপক চাহারের অনুপস্থিতিতে সিএসকে ২ জন বিদেশি বোলারকে সুযোগ দিতে পারে। পিচ দেখে, ক্রিস জর্ডান এবং অ্যাডাম মিলনেকে ভালো বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে হাত ঘোরাবেন শিবম দুবেও।

csk vs kkr

অপরদিকে শ্রেয়স এবং ভেঙ্কটেশ আইয়ার দুরন্ত ফর্মে থাকলেও এই ম্যাচে নামার আগে বেশ কয়েকটি সমস্যাও রয়েছে কেকেআরের। তার মধ্যে প্রথমটি হল বিদেশি ফাস্ট বোলারের অভাব। প্যাট কামিন্স প্রথম পাঁচ ম্যাচে নেই, সাউদিও এখনও অবধি এসে পৌছাননি। কাজেই পেস বোলিংয়ে বিশেষ করে ডেথ ওভারে ভালো অপশন বলতে একমাত্র রাসেল। কাজেই ফিট থাকার ওপর অনেক কিছু নির্ভর করে থাকবে। দলে এই মুহূর্তে কার্যকর ডেথ বোলারের অভাব রয়েছে। যদিও মাঝের ওভারগুলিতে বরুণ চক্রবর্তী, মহম্মদ নবী এবং সুনীল নারায়ণের স্পিন আক্রমণ বেকায়দায় ফেলার ক্ষমতা রাখে সিএসকে ব্যাটিং লাইন আপ-কে।

আজ হয়তো উমেশ যাদবকে দিয়েই বোলিং ওপেন করাবেন শ্রেয়স। তাকে মূলত মিডল ওভার এবং পাওয়ারপ্লে-এর দায়িত্বটা সামলে দিতে হবে। ডেথ বোলিংয়ের দায়িত্বটা মূলত আন্দ্রে রাসেল আর মাভির ওপরেই থাকবে। সেই সঙ্গে বলা যায় ব্যাটিংয়ে ফ্লপ করলেও গত মরশুমে অধিনায়ক মরগ্যান কিন্তু প্রশংসিত হয়েছিলেন৷ নতুন ক্যাপ্টেন শ্রেয়স অনেকদিন অধিনায়কত্ব করেননি। তিনি এই ভূমিকায় কত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারেন, তার ওপরে অনেক কিছু নির্ভর করে থাকবে।

সম্ভাব্য চেন্নাই সুপার কিংস একাদশ:
ঋতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ুদ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, এমএস ধোনি, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার এবং অ্যাডাম মিলনে

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারায়ণ, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), মহম্মদ নবী, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, এবং উমেশ যাদব


Reetabrata Deb

সম্পর্কিত খবর