CSK বনাম LSG, ১৪২৬ দিন পরে ঘরের মাঠে নামবেন ধোনিরা! জানুন নজর থাকবে কোন তারকাদের ওপর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল ২০২৩-এ (IPL 2023) প্রতিটি দল নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। আজ থেকে আরম্ভ হচ্ছে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni), চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হতে চলেছে লোকেশ রাহুলের (KL Rahul) লখনউ সুপারজায়ান্টস (LSG)। নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চেন্নাইয়ে উপস্থিত হয়েছে তারা। অপরদিকে চিপক স্টেডিয়ামে উপস্থিত হওয়ার চেন্নাই ভক্তরা আবার ধোনিকে নিজেদের মাঠে খেলতে দেখতে নামার জন্য উদগীব হয়ে রয়েছেন।

আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হেরে নিজেদের যাত্রা শুরু করেছে সিএসকে। রুতুরাজ গায়কোয়াডের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও বাকিদের ব্যর্থতায় এই মরশুমেও হার দিয়ে যাত্রা শুরু করেছে সিএসকে। চেন্নাইয়ে চিপকের পিচ সবসময় স্পিনারদের সাহায্য করে থাকে। তাই আজ ধোনির হাতের তিন স্পিন বোলিং অলরাউন্ডার, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেইসঙ্গে লখনউ শিবিরে দুই অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া ও কৃষ্ণাপ্পা গৌতমের পাশাপাশি রবি বিশ্নই বিপজ্জনক হয়ে ওঠার ক্ষমতা রাখেন। ব্যাট হাতে চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড এবং লখনউয়ের আয়ুশ বাদোনি বিপজ্জনক হয়ে ওঠার ক্ষমতা রাখেন।

   

পিচ রিপোর্ট: চিপকের পিচ যে সবসময় স্পিনারদের সাহায্য করে, সে কথা সকলেই জানেন। তাই টস জিতে মহেন্দ্র সিং ধোনি বা লোকেশ রাহুল হয়তো প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক বলে বিবেচনা করবে। খুব বড় রানের আশঙ্কা কম। ১৬০-১৭০ রানের মধ্যেই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দিতা উপহার পাওয়া যেতে পারে।

সিএসকে সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, মঈন আলী, বেন স্টোকস, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্যান্টনার, প্রশান্ত সোলাঙ্কি, দীপক চাহার, রাজ্যবর্ধন হাঙ্গেরেকর

এলএসজি সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, কাইল মেয়ার্স, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, মার্ক উড, জয়দেব উনাদকাট, রবি বিশ্নই, আবেশ খান।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর