CSK বনাম RR! দুই দুর্দান্ত ফর্মে থাকা দলের সাক্ষাতে আজ নজর রাখুন এই তারকাদের ওপর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL 2023) শুরু হওয়ার পর দুই সপ্তাহ কেটে গিয়েছে। এরই মধ্যে যে দুটি দল সবচেয়ে ভালো পারফরম্যান্স এবং ধারাবাহিকতা দেখিয়েছে, সেই দুটি দল অর্থাৎ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং চেন্নাই সুপার কিংস (CSK) আজ একে অপরের মুখোমুখি হতে চলেছে। দুই দলকেই একটি করে ম্যাচ হারতে হলেও বাকি ম্যাচগুলিতে তাদের পারফরম্যান্স অসাধারণ। দলের তারকা ক্রিকেটের দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ যোগদান দিচ্ছেন। আজ চেন্নাইয়েরর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।

চিপকের পিচ সব সময় স্পিনারদের সাহায্য করে থাকে। হয়তো প্রথমে ব্যাটিং করে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করবেন। এক্ষেত্রে চেন্নাইয়ের দলে মঈন আলী, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজাদের গুরুত্বটা অনেক বেড়ে যায়। সেই সঙ্গে দলের টপ অর্ডারে রুতুরাজ এবং রাহানের ওর দায়িত্ব থাকবে রাজস্থানের স্পিন আক্রমণকে সামলিয়ে বড় ইনিংস গড়ার।

রাজস্থানের দলে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও রবি অশ্বিনের মতো তারকা স্পিনাররা। আটকানোর দায়িত্ব তাদের ওপরই থাকবে। ব্যাট হাতে ওপেনিংয়ে যশস্বী এবং জস বাটলারের জুটির পাশাপাশি মাঝের অফার গুলিতে সঞ্জু স্যামসনের ওপর বড় দায়িত্ব থাকবে ইনিংসটিকে ধরে রাখার এবং এগিয়ে নিয়ে যাওয়ার। ডেথ ওভার গুলিতে শিমরণ হেটমায়ারের ওপর থাকবে বড় শট খেলার দায়িত্ব।

রাজস্থান সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিমরণ হেটমায়ার, ধ্রুব জোরেল, জেসন হোল্ডার, রবি অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল

সিএসকে সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, অজিঙ্কা রাহানে, মঈন আলী, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্যান্টনার, ডোয়েইন প্রিটোরিয়াস, রাজ্যবর্ধন হাঙ্গেরেকর

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর