বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের (IPL 2023) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। দুই দলেরই চলতি আইপিএলটা কাটছে ভালো মন্দ মিশিয়ে। তবে নিজেদের শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের ঘরের মাঠে আরসিবিকে হারিয়ে আত্মবিশ্বাসী মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল। অপরদিকে নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে কিছুটা চাপে সানরাইজার্স।
আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে দুই দল। সকলেই জানে এই বিশেষ স্টেডিয়ামের পিচটি স্পিনারদের বাড়তি সাহায্য করে থাকে। তাই চেন্নাইয়ের দুই স্পিনার জাদেজা ও মঈন আলীর পাশাপাশি হায়দরাবাদের মায়াঙ্ক মারখান্ডের ভূমিকা হবে খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে মাঝের ওভারগুলিতে সিএসকের ক্ষেত্রে অজিঙ্কা রাহানে এবং সানরাইজার্স এর ক্ষেত্রে রাহুল ত্রিপাঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আজ যে দল টসে জিতবে তারা প্রথমে ব্যাটিং করে নেবেন এমনটাই আশা করা যায়। পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকায় মাঝের ওভারগুলিতে টিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ। বিশাল বড় রানের স্কোরের বদলে ১৬০ থেকে ১৭০ এর স্কোরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকছে।
সম্ভাব্য সিএসকে একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, অজিঙ্কা রাহানে, মঈন আলী, শিবম দুবে, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, পাথরিনা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসেনা
সম্ভাব্য এসআরএইচ স্কোয়াড: হ্যারি ব্রুক, ময়ঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করম, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, মার্কো জেন্সন, ওয়াশিংটন সুন্দর, মায়াঙ্ক মারখান্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন